আন্তর্জাতিক ডেস্ক:
যুক্তরাজ্যের ম্যানচেস্টারে কনসার্টে ‘আত্মঘাতী হামলার’ রেশ না কাটতেই আবারও সন্ত্রাসী হামলায় রক্তাক্ত হল রাজধানী লন্ডন। শনিবার সাপ্তাহিক ছুটির রাতে লন্ডন ব্রিজের কাছে হামলার ওই ঘটনা ঘটে। একই সঙ্গে দুই জায়গায় এই হামলায় নিহত হয়েছেন অন্তত ছয়জন। আহত হয়েছে কমপক্ষে ২০জন। ব্রিটিশ পুলিশের সন্ত্রাসবিরোধী ইউনিটের প্রধান মার্ক রাউলি জানিয়েছেন, তিন হামলাকারী পুলিশের গুলিতে ঘটনাস্থলেই নিহত হয়েছে। বিবিসি ও রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, রাতে লন্ডন ব্রিজে পথচারীদের ওপর দ্রুত গতির একটি ভ্যান উঠিয়ে দেয় সন্দেহভাজন সন্ত্রাসীরা। প্রায় একই সময়ে পার্শ্ববর্তী বারা মার্কেট এলাকায় কয়েক সন্দেহভাজন সন্ত্রাসী ছুরি নিয়ে সাধারণ লোকজনের ওপর হামলা চালায়।
ঘটনার পর লন্ডন ব্রিজ ও পরে লন্ডন ব্রিজ রেল স্টেশন বন্ধ করে দেয়া হয়েছে। পুরো এলাকা ঘিরে রেখেছে নিরাপত্তা বাহিনীর সদস্যরা।ব্রিটিশ প্রধানমন্ত্রী টেরিজা মে এই হামলাকে ‘ভয়ঙ্কর ঘটনা’ হিসেবে বর্ণনা করেছেন। নির্বাচনী প্রচার স্থগিত রেখে নিরাপত্তা বিষয়ক কোবরা কমিটির জরুরি বৈঠকে বসছেন তিনি। লন্ডন মহানগর পুলিশ জানিয়েছেন, তারা লন্ডন ব্রিজ ও বারা মার্কেটের ঘটনাকে ‘সন্ত্রাসী হামলা’ হিসেবে বিবেচনা করছে। স্থানীয় বাসিন্দা ও পর্যটকদের সবাইকে শান্ত ও সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন লন্ডনের মেয়র সাদিক খান। এদিকে লন্ডনের সন্ত্রাসী হামলাকে কাপুরুষোচিত আখ্যায়িত করে এর তীব্র নিন্দা করেছে যুক্তরাষ্ট্র।
প্রসঙ্গত, ২২ শে সোমবার স্থানীয় সময় রাত ১০টা ৩৫ মিনিটে যুক্তরাজ্যের ম্যানচেস্টার অ্যারেনাতে কনসার্টে আত্মঘাতী বিস্ফোরণের ঘটনা এতে অন্তত ২২ জন নিহত ও অন্তত ৫৯ জন আহত হন। বিবিসি জানায়, মার্কিন পপ গায়ক ২৩ বছর বয়সী আরিয়ানা গ্রান্ডের কনসার্ট শেষে দর্শকরা যখন বের হচ্ছিলেন তখনই বিস্ফোরণের ঘটনা ঘটে।
দৈনিক দেশজনতা/এন এইচ