১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | রাত ১:৩২

কামড় দেওয়া সাপ হাতে পেঁচিয়ে চিকিৎসার জন্য হাসপাতালে নারী

রকমারি ডেস্ক:

সাপের কামড়ের কথা ভেবে অনেকেই ভয়ে অসুস্থ হয়ে যায়। বাচ্চাদের হাতে থাকা খেলনা সাপ দেখেও বহু মানুষ চিৎকার দিয়ে ওঠেন।

অথচ চীনের এক নারী সাপের দংশনের পর এক দশমিক পাঁচ মিটার সাপটি হাতের কব্জিতে পেঁচিয়ে নিয়ে হাসপাতালে ইমার্জেন্সি বিভাগে চিকিৎসার জন্য উপস্থিত হন। সেই ঘটনার ভিডিও চীনের সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়।

ওই ভিডিওতে দেখা যাচ্ছে, হাসপাতালের ইমার্জেন্সি বিভাগে উপস্থিত ওই নারী। একপর্যায়ে পানির বোতলের মধ্যে সাপটি রাখেন তিনি। অন্য দৃশ্যে দেখা যাচ্ছে তার হাত থেকে সাপটি ঝুলে রয়েছে।

প্রকাশ :আগস্ট ৪, ২০১৮ ১০:৪১ পূর্বাহ্ণ