১৮ই জানুয়ারি, ২০২৫ ইং | ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | দুপুর ১২:৫৫
নিরাপদ সড়ক চাই দাবীতে চাঁদপুরে শিক্ষার্থীদের বিক্ষোভ।

চাঁদপুরে বিক্ষোভ ও যানবাহন ভাঙচুর

চাঁদপুর প্রতিনিধি:

ঢাকায় বিমানবন্দর সড়কে বাসচাপায় দুই শিক্ষার্থী নিহত হওয়ার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ করেছেন চাঁদপুরের বিভিন্ন কলেজের শিক্ষার্থীরা।

বৃহস্পতিবার সকাল ১০টায় দুই কলেজশিক্ষার্থী মৃত্যুর বিচার, ৯ দফা ও নিরাপদ সড়কের দাবিতে শিক্ষার্থীরা শহরের শপথ চত্বর থেকে বিক্ষোভ শুরু করে চাঁদপুর বাসস্ট্যান্ড আসেন এবং তারা চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক সড়কে অবস্থান নেন। বিক্ষোভে চাঁদপুর ড্যাফোডিল, সরকারী কলেজ, মহিলা কলেজ, মাতৃপীঠ স্কুল, হাসান আলী স্কুলের শিক্ষার্থীদের অংশগ্রহণ করতে দেখা গেছে।

এ সময় শিক্ষার্থীরা কুমিল্লা-চাঁদপুর রুটের বোগদাদ পরিবহনের একটি বাসসহ ছোট কয়েকটি যানবাহন ভাঙচুর করেন। পুলিশ তাদের ধাওয়া করলে এ সময় কয়েকজন শিক্ষার্থী আহত হন।

পরে ঘটনাস্থলে চাঁদপুরের পুলিশ সুপার শামসুন্নাহার এসে শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

শিক্ষার্থীরা মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচিতে সাময়িক বিরতি দিয়েছেন।

প্রকাশ :আগস্ট ২, ২০১৮ ৩:০৬ অপরাহ্ণ