১৮ই জানুয়ারি, ২০২৫ ইং | ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | বিকাল ৩:৫৬

শিক্ষার্থীদের সঙ্গে রাজপথে নামলেন তারকারাও!

বিনোদন ডেস্ক:

নিরাপদ সড়কের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলনের চতুর্থ দিন চলছে। রাজধানীর বিভিন্ন পয়েন্টে আন্দোলনরত শিক্ষার্থীরা শান্তিপূর্ণভাবে তাদের কর্মসূচী চালিয়ে যাচ্ছে। তাদের সঙ্গে যুক্ত হয়েছে গণমানুষের সমর্থন।

এদিকে নিরাপদ সড়কের দাবিতে সাধারণ শিক্ষার্থীদের সঙ্গে আন্দোলনে একাত্মতা প্রকাশ করে রাস্তায় নেমেছেন দেশের তারকা অভিনেতা-অভিনেত্রীরা। শুরু থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে বিনোদন দুনিয়ার সঙ্গে যুক্ত তারকারাও আন্দোলন নিয়ে তাদের অবস্থান জানান দিচ্ছেন।

১ আগস্ট তারকাদের সঙ্গে নিয়ে আন্দোলনে নামার বেশ কিছু ছবি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পোস্ট দেন নাট্যনির্মাতা সকাল আহমেদ।

তার কয়েক ঘণ্টা পর অভিনেতা অনিক বৃষ্টি ভেজা শিক্ষার্থীদের সঙ্গে রাস্তায় নেমে আন্দোলনের যোগ দেওয়ার ভিডিও পোস্ট করেন। সেই ভিডিওর ক্যাপশনে অনিক লিখেন, ‘আর চুপ থাকতে না পেরে আজ আমরা সবাই একসাথে আন্দোলনে। স্টুডেন্টদের সাথে উত্তরায় যোগদান করেছি। আমাদের এই আন্দোলন সফল হোক এবং কাল আন্দোলন চললে আমরা আবারও নামব। তোমাদের সবার সাথে ইনশাল্লাহ।’

অভিনেত্রী নওশীন তার নিজের একটি পোস্টে লিখেন, ‘নিজেকে হালকা লাগছে। গত কয়েকটা ঘণ্টা খুব কষ্ট পাচ্ছিলাম। তোমাদের সাথে রাস্তায় দাঁড়িয়ে কথা বলে নিজেকেও তোমাদের মতো সচেতন নাগরিক মনে হচ্ছে এখন। তৌসিফ মাহবুবের মতো আমি এবং আমরাও বলতে চাই। শিখব তোমাদের কাছ থেকে, কীভাবে দেশ চালাতে হয়। কীভাবে বঙ্গবন্ধুকে বুকে নিয়ে এগিয়ে যেতে হয়।’

জানা যায়, উত্তরার হাউজ বিল্ডিং এলাকায় সাধারণ শিক্ষার্থীদের পাশে থেকে আন্দোলনে একাত্মতা প্রকাশ করেন মনিরা মিঠু। অন্যদিকে শুটিং বন্ধ রেখে উত্তরায় আন্দোলন করা শিক্ষার্থীদের সঙ্গে একাত্মতা পোষণ করেছেন পরিচালক সকাল আহমেদসহ অভিনয় শিল্পীরা।

তাদের মধ্যে ছিলেন জাকিয়া বারী মম, নাদিয়া আহমেদ, নওশীন, অর্ষা, নাদিয়া আহমেদ, তৌসিফ, নাবিলা প্রমুখ। এদিকে ঢাকার শাহবাগে মানববন্ধনে অংশ নিয়েছেন অভিনয় শিল্পী জ্যোতিকা জ্যোতি, নওশাবা।

উল্লেখ্য গত রোববার দুপুরে রাজধানীর বিমানবন্দর সড়কের কুর্মিটোলা জেনারেল হাসপাতালের সামনে এমইএস বাসস্ট্যান্ডে শহীদ রমিজউদ্দিন ক্যান্টনমেন্ট কলেজের একাদশ শ্রেণির ছাত্রী দিয়া খানম মিম ও বিজ্ঞান বিভাগের দ্বাদশ শ্রেণির ছাত্র আব্দুল করিম রাজিব নামে দুই শিক্ষার্থী জাবালে নূর পরিবহনের বাসচাপায় নিহত হন।

প্রকাশ :আগস্ট ২, ২০১৮ ২:৫৬ অপরাহ্ণ