আন্তর্জাতিক ডেস্ক:
ফিলিপাইনে শক্তিশালী গাড়ি বোমা বিস্ফোরণে কমপক্ষে ১০ জন প্রাণ হারিয়েছে। আজ মঙ্গলবার স্থানীয় সময় সকাল ৫.৫০ মিনিটে ফিলিপাইনের দক্ষিণাঞ্চলীয় দ্বীপ প্রদেশ বাসিলানের লামিতা শহরে এ বিস্ফোরণের ঘটনা ঘটে।যে গাড়িতে বোমা রাখা হয়েছিল সেই গাড়ির চালকও মারা গেছেন। নিহতদের মধ্যে সিটিজেন আর্মড ফোর্স গ্রাফিকাল ইউনিটের চার সদস্য, এক নারী ও ১০ বছরের একটি শিশুও রয়েছে। বিস্ফোরণে বেশ কয়েকজন আহতও হয়েছে।
বাসিলিয়ানের গভর্নর জিম সালিমান জানিয়েছেন, এ ঘটনায় জঙ্গি আবু সায়েফের হাত রয়েছে বলে তিনি খবর পেয়েছেন। এ ঘটনায় পুলিশ ও সশস্ত্র বাহিনীকে তদন্তের নির্দেশ দিয়েছেন। সূত্র: এক্সপ্রেস ইউকে