আদালত প্রতিবেদক:
জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় সাজাপ্রাপ্ত বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার আপিল নিষ্পত্তিতে আরও তিন মাস সময় বাড়ানো হয়েছে।
প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বে চার সদস্যের বেঞ্চ আজ মঙ্গলবার এ আদেশ দেন। আদেশে বলা হয়, আগামী ৩১ আক্টোবরের মধ্যে হাইকোর্টে এ মামলার আপিল নিষ্পত্তি করতে হবে।
জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতির মামলায় পাঁচ বছরের সাজার বিরুদ্ধে আপিল করে জামিন আবেদনের পর খালেদা জিয়াকে গত ১২ মার্চ চার মাসের জামিন দেন হাইকোর্ট। এর বিরুদ্ধে দুদক ও রাষ্ট্রপক্ষের আপিলের পর গত ১৬ মে তা বহাল রেখে ৩১ জুলাইয়ের মধ্যে আপিল নিষ্পত্তির নির্দেশ দেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। এ সিদ্ধান্ত পুনর্বিবেচনা ও সময় বৃদ্ধি চেয়ে খালেদা জিয়া আবেদন করেন। গতকাল সোমবার উভয়পক্ষের শুনানি শেষে আজ মঙ্গলবার সকাল সাড়ে ৯টার দিকে এ আদেশ দেন আপিল বিভাগ।
আদালতে খালেদার পক্ষে ছিলেন আইনজীবী এ জে মোহাম্মদ আলী ও জয়নুল আবেদীন। দুদকের পক্ষে ছিলেন আইনজীবী খুরশীদ আলম খান ও রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম।
উল্লেখ্য, জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় গত ৮ ফেব্রুয়ারি খালেদা জিয়াকে পাঁচ বছরের সশ্রম কারাদণ্ড দেন আদালত। এরপর থেকে নাজিমুদ্দিন রোডের পুরাতন কেন্দ্রীয় কারাগারে আছেন তিনি।
Daily Deshjanata দেশ ও জনতার বলিষ্ঠ কণ্ঠস্বর

