২২শে নভেম্বর, ২০২৪ ইং | ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | রাত ২:৩৪
পানশালায় আগুন লাগার কারণ তাৎক্ষণিকভাবে জানাতে পারেনি কর্তৃপক্ষ। ছবি: সংগৃহীত

সিডনির পানশালায় আগুন

আন্তর্জাতিক ডেস্ক:

অস্ট্রেলিয়ার সিডনির সিডেনহ্যাম রেলস্টেশনের পাশের শতকোটি টাকার এক পানশালায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে হতাহত হওয়ার কোনো তথ্য পাওয়া যায়নি।

আজ সোমবার স্থানীয় সময় দুপুরের দিকে জেনারেল গর্ডন হোটেলে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আগুন দ্রুত ছড়িয়ে পড়লে জরুরি সেবা ডাকা হয়। শেষ খবর পাওয়া পর্যন্ত ফায়ার সার্ভিসের ১১টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে যাচ্ছিল।

আগুন থেকে সৃষ্ট ধোঁয়ায় গোটা সিডেনহ্যাম এলাকা আচ্ছন্ন হয়ে পড়ে। পানশালায় আগুন লাগার পর সিডেনহ্যাম রেলস্টেশনে কোনো ট্রেন থামছে না।

আগুন লাগার কারণ তাৎক্ষণিকভাবে জানাতে পারেনি কর্তৃপক্ষ।

আগুনে পানশালাটি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। দোতলা পানশালাটির ওপরের অংশ অর্ধেক ভেঙে পড়েছে।

পানশালাটি ১৯৩০ সালে নির্মিত। এটির বর্তমান মালিক গত বছর ১৮ দশমিক ১ মিলিয়ন অস্ট্রেলীয় ডলার দিয়ে এটি কেনেন।

প্রকাশ :জুলাই ৩০, ২০১৮ ৪:১৫ অপরাহ্ণ