তথ্যপ্রযুক্তি ডেস্ক:
নতুন পৃথিবী খোঁজার মিশন শুরু করেছে নাসা। এ লক্ষ্যে এ বছরের এপ্রিলে নাসা মহাকাশে উপগ্রহ পাঠায়, যার নাম টেস বা ট্রানজিটিং এক্সোপ্লানেট সার্ভে স্যাটেলাইট। এই মিশনে যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা সংস্থার বিজ্ঞানীরা দুই লাখের মতো নক্ষত্রের ওপর নজর রাখবেন। তাদের উদ্দেশ্য হল, আমাদের সৌরজগতের বাইরে আরও যেসব গ্রহ আছে সেগুলো আবিষ্কার করা।
নাসার এক বিবৃতিতে জানানো হয়, ২৫ জুলাই থেকে অপারেশন শুরু করেছে টেস। আর প্রথম সিরিজের তথ্য পৃথিবীতে পাঠাবে আগস্টে। উপগ্রহটি কক্ষপথ মাত্র সাড়ে ১৩ দিনে প্রদক্ষিণ করবে।
নাসার অ্যাস্টোফিজিক্স বিভাগের পরিচালক পল হার্টস বলেন, নতুন পৃথিবীর সন্ধ্যানে আমাদের সৌরশক্তির আশপাশে ঘুরতে শুরু করার জন্য আমাদের নতুন উপগ্রহের মিশন প্রস্তুত। তিনি আরও বলেন, এখন আমরা জানি, আমাদের মহাবিশ্বের চেয়ে বড় গ্রহ আছে, আমি অদ্ভুত, কল্পনাপ্রসূত জগতের প্রত্যাশা করছি, যা আমরা আবিষ্কার করব।
টেন নাসার সর্বশেষ স্যাটেলাইট সৌরজগতের বাইরের গ্রহের সন্ধান করতে পারে, যা এক্সোপ্ল্যান নামে পরিচিত। সূত্র : এনডিটিভি, বিবিসি