১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | রাত ১:২০

ইন্দোনেশিয়ায় ভূমিকম্পে আটকা ২৬৬ পর্বতারোহী

আন্তর্জাতিক ডেস্ক:

ইন্দোনেশিয়ার শক্তিশালী ভূমিকম্পের পর মাটি ধসে পার্বত্য এলাকা থেকে নামার পথ বন্ধ হয়ে যাওয়ায় দুই শতাধিক পর্বতারোহী আটকা পড়েছেন । লোম্বকের নিকটবর্তী এলাকায় এ ঘটনা ঘটেছে বলে জানিয়েছে দেশটির কর্তৃপক্ষ।

মাউন্ট রিনঝানিতে আটকা পড়া পর্বতারোহীদের সরিয়ে নিতে হাজারো উদ্ধারকর্মীর জোর তৎপরতাও শুরু করেছেন। ভূমিকম্পের পর বিদেশি পর্যটকসহ পাঁচ শতাধিক পর্বতারোহী রিনঝানি থেকে নেমে আসতে পারলেও ২৬৬ জন আটকা পড়েছেন; হেলিকপ্টার দিয়ে তাদের খোঁজ করা হচ্ছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

রবিবার সকালে ৬ দশমিক ৪ মাত্রার ওই ভূমিকম্প আঘাত হাতে। এতে অন্তত ১৪ জন নিহত ও দেড়শতাধিক আহত হওয়ার খবর পাওয়া গেছে।

শক্তিশালী এ ভূমিকম্প কয়েক হাজার বাসিন্দা ঘরবাড়ি হারিয়েছেন। লোম্বকের পাশাপাশি বালি দ্বীপও ভূমিকম্পে কেঁপে ওঠে।

প্রকাশ :জুলাই ৩০, ২০১৮ ১:১৮ অপরাহ্ণ