১৩ই ডিসেম্বর, ২০২৫ ইং | ২৮শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ | সকাল ৮:২২

আমলার সেঞ্চুরিতে দ. আফ্রিকার সংগ্রহ ২৯৯

অনলাইন ডেস্ক:

হাশিম আমলার রেকর্ড সেঞ্চুরিতে চ্যাম্পিয়ন্স ট্রফিতে নিজেদের প্রথম ম্যাচে বড় সংগ্রহ গড়েছে দক্ষিণ আফ্রিকা। শনিবার ‘বি’ গ্রুপের ম্যাচে শ্রীলঙ্কাকে ৩০০ রানের চ্যালেঞ্জিং লক্ষ্যমাত্রা ছুড়ে দিয়েছে প্রোটিয়ারা।
লন্ডনের কেনিংটন ওভালে টস জিতে দক্ষিণ আফ্রিকাকে ব্যাটিংয়ে পাঠান শ্রীলঙ্কার  অধিনায়ক উপুল থারাঙ্গা। আমলার রেকর্ডগড়া সেঞ্চুরি এবং ফাফ ডু প্লেসিসের দায়িত্বশীল ব্যাটিংয়ে নির্ধারিত ৫০ ওভার শেষে ৬ উইকেট হারিয়ে ২৯৯ রানের বড় সংগ্রহ গড়ে দক্ষিণ আফ্রিকা।
সবচেয়ে কম ইনিংসে ২৫টি ওয়ানডে সেঞ্চুরির বিশ্বরেকর্ড গড়া আমলা আউট হওয়ার আগে ১০৩ রান করেন। তার ১১৫ বলের ইনিংসটি ৫টি চার ও ২টি ছক্কায় সাজানো ছিল। ডু প্লেসিস ৭০ বলে ৬টি চারের সাহায্যে করেন ৭৫ রান। ক্রিস মরিস ১৯ বলে ২০ এবং জেপি ডুমিনি করেন ২০ বলে ৩৮ রান। ডি কক ২৩ এবং ডেভিড মিলার ১৮ রান করলেও ডি ভিলিয়ার্স আউট হন মাত্র ৪ রান করে।

আমলা ১৫১তম ইনিংসে ২৫তম সেঞ্চুরি করেন। তিনি ভারতীয় অধিনায়ক বিরাট কোহলিকের পেছনে ফেলে বিশ্বরেকর্ড গড়েন। কোহলি ২৫ সেঞ্চুরি করতে খেলেন ১৬২ ইনিংস।
শ্রীলঙ্কার হয়ে নুয়ান প্রদীপ সর্বোচ্চ দুটি উইকেট নেন। একটি করে উইকেট নেন সুরঙ্গা লাকমল ও সেকুগে প্রসন্ন।
 ইনজুরির কারণে শ্রীলঙ্কার নিয়মিত অধিনায়ক অ্যাঞ্জেলো ম্যাথুজ টুর্নামেন্টের প্রথম ম্যাচে খেলতে পারছেন না। তার অনুপস্থিতিতে লঙ্কানদের নেতৃত্ব দিচ্ছেন উপুল থারাঙ্গা। অন্যদিকে ২০১৫ সালের নভেম্বরের পর প্রথমবারের মতো ওয়ানডে একাদশে ফিরলেন মালিঙ্গা।

লন্ডনের কেনিংটন ওভালে চার পেসার নিয়ে একাদশ সাজিয়েছে দক্ষিণ আফ্রিকা। দুর্দান্ত ছন্দে থাকা ক্যাগিসো রাবাদা, মরনে মরকেল ও ক্রিস মরিসের সঙ্গে ঝড় তুলতে রয়েছেন ওয়াইন পারনেল। স্পেশালিস্ট স্পিনার হিসেবে একাদশে রয়েছেন ইমরান তাহির।
‘বি’ গ্রুপের অপর দুই দল হলো ভারত ও পাকিস্তান। আগামীকাল রোববার হাইভোল্টেজ ম্যাচে মুখোমুখি হবে এশিয়ার এই দুই পরাশক্তি।
দক্ষিণ আফ্রিকার একাদশ: কুইন্টন ডি কক (উইকেটরক্ষক), হাশিম আমলা, ফাফ ডু প্লেসিস, এবি ডি ভিলিয়ার্স (অধিনায়ক) জেপি ডুমিনি, ডেভিড মিলার, ক্রিস মরিস, ওয়াইন পারনেল, মরনে মরকেল, ক্যাগিসো রাবাদা ও ইমরান তাহির
শ্রীলঙ্কার একাদশ: নিরোশান দিকভেলা (উইকেটরক্ষক), উপুল থারাঙ্গা (অধিনায়ক), কুশল মেন্ডিস, দিনেশ চান্দিমাল, আসেলা গুনারত্নে, চামারা কাপুগেদারা, কুশল পেরেরা, সেকুগে প্রসন্ন, সুরঙ্গা লাকমল, নুয়ান প্রদীপ ও লাসিথ মালিঙ্গা।

দৈনিক দেশজনতা/এন আর

প্রকাশ :জুন ৩, ২০১৭ ৮:৪৫ অপরাহ্ণ