২২শে নভেম্বর, ২০২৪ ইং | ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | ভোর ৫:২৯

বনানীর Pizza Hut-কে লক্ষ টাকা জরিমানা

নিজস্ব প্রতিবেদক:

রাজধানীর বনানীর পিৎজা হাটকে লক্ষ টাকা জরিমানা করা হয়েছে। রমজান মাস জুড়ে চলমান ডিএমপি’র বিশেষ অভিযানের অংশ হিসেবে ৩ জুন, ২০১৭ শনিবার  দুপুরে ডিএমপি’র নির্বাহী ম্যাজিস্ট্রেট মশিউর রহমান এর নেতৃত্বে ডিবির একটি দল রাজধানীতে খাদ্যদ্রব্যে ভেজাল বিরোধী ভ্রাম্যমান আদালত পরিচালনা করে।

উক্ত ভ্রাম্যমান আদালত বনানীর ১১ নং রোডে অবস্থিত পিৎজা হাটকে বিএসটিআই এর অনুমোদন ব্যতিত স্পাইসি মিক্স নামক প্রোডাক্টে বিএসটিআই এর লোগো ব্যবহার করার অপরাধে এক লক্ষ টাকা জরিমানা করে। বিএসটিআই এর ইন্সপেক্টর ‘বিএসটিআই অর্ডিন্যান্স’ অনুযায়ী প্রসিকিউশন দাখিল করেন।

এদিকে একই ভ্রাম্যমান আদালত বনানীর হোটেল ‘সাজনা’কে বিএসটিআই এর অনুমোদন ব্যতিত দধি প্রস্তুত ও বাজারজাতকরণ করার অপরাধে ১ লক্ষ টাকা জরিমানা করে।

এছাড়া মি এন্ড থি রেস্টুরেন্টকে অস্বাস্থ্যকর পরিবেশে ইফতার সামগ্রী প্রস্তুত ও বিপননের জন্য ‘ভোক্তা অধিকার আইন’-এ ২০,০০০ টাকা জরিমানা করা হয়।

রমজান মাসজুড়ে চলমান ডিএমপি’র ভেজাল বিরোধী অভিযান ইতোমধ্যেই সাধারণ মানুষ ও বিভিন্ন মহলে প্রশংসিত হয়েছে। এ অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে ডিএমপি। !! ডিএমপি নিউজ

দৈনিক দেশজনতা/এন আর

 

প্রকাশ :জুন ৩, ২০১৭ ৮:৩৭ অপরাহ্ণ