১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | রাত ১:১৩

‘ধানমন্ডি, সেগুনবাগিচা ও মন্ত্রীপাড়ার ৪৫ শতাংশ বাড়িতে এডিস মশা’

নিজস্ব প্রতিবেদক:

ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের অঞ্চল-১ এর ধানমন্ডি, কলাবাগান, সেগুনবাগিচা ও মন্ত্রী পাড়া এলাকার ৪৫ শতাংশ বাড়িতে এডিস মশার লার্ভা পাওয়া গেছে বলে জানিয়েছেন সংস্থার মেয়র মোহাম্মদ সাঈদ খোকন। তবে অন্যান্য অঞ্চলে এর উপস্থিতি খুবই নগন্য বলে জানান তিনি।

শনিবার সকালে রাজধানীর বীর উত্তম সিআর দত্ত সড়কের কাঁঠালবাগান ঢালে এডিস মশার লার্ভা শনাক্তকরণ ও ধ্বংসকরণ শীর্ষক এক কর্মসূচির উদ্বোধনকালে তিনি এ সব কথা মেয়র।

এর আগে এডিস মশার লার্ভা-প্রজননস্থল শনাক্তকরন ও ধ্বংসকরণ শীর্ষক এক কর্মসূচিতে ডিএসসিসির এই অঞ্চলে ব্যাপকহারে এডিস মশার লার্ভা পাওয়া যাওয়ায় এ কর্মসূচি গ্রহণ করা হয়।

এ সময় সাঈদ খোকন বলেন, গত ২৫ জুন থেকে আমাদের এ কর্মসূচি চলাকালে প্রতিটি ওয়ার্ডের বাসায় বাসায় গিয়ে আমাদের কর্মীরা মশকের লার্ভা ধ্বংস করেছে। পাশাপাশি ওইসব বাসা মালিকদের এ বিষয়ে সচেতনতা সৃষ্টি ও প্রশিক্ষণ দেওয়া হয়েছে। ১৯ হাজার ৫৪২টি বাড়িতে আমাদের কার্যক্রম পরিচালিত হয়েছে।

তিনি বলেন, কার্যক্রমের মাধ্যমে আমরা জানতে পেরেছি অঞ্চল-১ এ প্রায় ৪৫ শতাংশ বাড়িতেই মশকের লার্ভা পাওয়া গেছে যা খুবই উদ্বেগজনক। এ কারণে আমরা এডিস মশার লার্ভা ধ্বংসকরণে আবারও কর্মসূচি নিয়েছি। এতে অঞ্চল-১ কে বেশি গুরুত্ব দিচ্ছি। বিশেষ করে ধানমন্ডি, কলাবাগান, মন্ত্রীপাড়া ও সেগুনবাগিচা এলাকার বাসাগুলোতে এডিস মশার লার্ভা বেশি পাওয়া গেছে। এই এলাকার ৩ বাড়ির একটিতে আমরা মশকের লার্ভা পেয়েছি। এছাড়া দক্ষিণ সিটি করপোরেশনের অঞ্চল ২, ৩, ৪, ৫ এলাকার অবস্থা ভালো আছে। হিসেব অনুযায়ী এই এলাকার বাড়িগুলোর অবস্থা অতটা উদ্বেগজনক নয়।

কর্মসূচিতে উপস্থিত ছিলেন ডিএসসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা খান মোহাম্মদ বিলাল, সচিব মো. শাহাবুদ্দিন খান, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা, ব্রিগেডিয়ার জেনারেল (ডা.) শেখ সালাহউদ্দীন , প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা এয়ার কমোডর মো. জাহিদ হোসেন প্রমুখ।

প্রকাশ :জুলাই ২৮, ২০১৮ ২:৩০ অপরাহ্ণ