সিলেট সংবাদদাতা:
সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনে আওয়ামী লীগের মেয়র প্রার্থী বদরউদ্দীন আহমদ কামরানকে সমর্থন দিয়েছে সংসদের প্রধান বিরোধী দল জাতীয় পার্টি (জাপা)।
শনিবার দুপুর সোয়া ১২টায় সিলেট নগরে সংবাদ সম্মেলন করে জাপা চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের এই সিদ্ধান্তের কথা জানান দলের প্রেসিডিয়াম সদস্য এটিইউ তাজ রহমান।
সংবাদ সম্মেলনে তিনি বলেন, আগামী ৩০ জুলাই অনুষ্ঠিতব্য নির্বাচনে সিলেটে দলীয় কোনো প্রার্থী দেয়নি জাতীয় পার্টি। তফসিল ঘোষণার পর থেকে সিসিক নির্বাচন নিয়ে জাতীয় পার্টি কোনো কার্যক্রমেও নেই। কিন্তু জাতীয় পার্টির চেয়ারম্যান হুসাইন মুহাম্মদ এরশাদের নির্দেশে আমরা আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী বদর উদ্দিন আহমদ কামরানকে আনুষ্ঠানিকভাবে সমর্থন জানাচ্ছি এবং তাকে নৌকা প্রতীকে ভোট দিয়ে দলীয় নেতাকর্মীসহ সিলেটবাসীর প্রতি আহ্বান জানাই।
সংবাদ সম্মেলনে জাতীয় পার্টি ও আওয়ামী লীগের জেলা এবং নগর কমিটির সভাপতি সাধারণ সম্পাদকসহ শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন।
প্রসঙ্গত, ২০০১ সালে সিলেট সিটি কর্পোরেশন গঠনের পর দুই মেয়াদে মেয়র প্রার্থী দিলেও এবারের নির্বাচনে জাতীয় পার্টি কোনো মেয়র প্রার্থী দেয়নি।