২০শে ডিসেম্বর, ২০২৫ ইং | ৫ই পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ | সন্ধ্যা ৭:১৯

পিকআপ-লেগুনা সংঘর্ষে নিহত ২

নিজস্ব প্রতিবেদক:
ঢাকার অদূরে ধামরাইয়ে পিকআপ ও লেগুনার মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত হয়েছেন।

নিহতরা হলেন- পিকআপচালক সুজন মিয়া ও হেলপার কহিনুর ইসলাম।

শুক্রবার ভোরে ঢাকা-আরিচা মহাসড়কে শ্রীরামপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

দুর্ঘটনায় আহত হয়েছেন আরও পাঁচজন। তাদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

গোলড়া হাইওয়ে থানার এসআই আশরাফ হোসেন যুগান্তরকে জানান, সাভারের নবীনগর থেকে ছেড়ে আসা একটি পিকআপ ধামরাইয়ের শ্রীরামপুর এলাকায় পৌঁছলে যাত্রীবাহী লেগুনার সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়।

এতে ঘটনাস্থলেই পিকআপচালক ও হেলপার নিহত হন। এ ছাড়া আহত হন আরও পাঁচজন।

আহতদের উদ্ধার করে হাসপাতালে নেয়া হয়েছে বলে জানান তিনি।

প্রকাশ :জুলাই ২৭, ২০১৮ ১১:৫৪ পূর্বাহ্ণ