১৮ই জানুয়ারি, ২০২৫ ইং | ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | বিকাল ৪:১৭

রাজধানীতে গাড়িচাপায় রিকশাচালক নিহত

নিজস্ব প্রতিবেদক:
রাজধানীর বাড্ডায় গাড়িচাপায় বকুল মিয়া (৪০) নামে এক রিকশাচালক নিহত হয়েছেন।

বৃহস্পতিবার ভোরে মেরুল বাড্ডার ইউলুপের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত বকুল মহাখালীর কড়াইল বস্তিতে থাকতেন। তার বাড়ি হবিগঞ্জ নাখাই উপজেলার তেগুরিয়া গ্রামে।

বাড্ডা থানার এএসআই কুমারেশ ঘোষ জানান, ভোরে মেরুল বাড্ডার ইউলুপের সামনে দিয়ে রিকশা চালিয়ে যাচ্ছিলেন বকুল মিয়া। এ সময় অজ্ঞাত একটি গাড়িচাপায় আহত হলে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেয়া হয়। সেখানে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহতের মৃতদেহ ময়নাতদন্তের জন্য ঢামেক হাসপাতাল মর্গে রাখা হয়েছে বলে জানান এএসআই।

প্রকাশ :জুলাই ২৬, ২০১৮ ১১:৩৭ পূর্বাহ্ণ