১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | রাত ১:১৫

মার্কিন গোয়েন্দাপ্রধানের সঙ্গে ট্রাম্পের দ্বন্দ্ব প্রকাশ্যেই

আন্তর্জাতিক ডেস্ক:
মার্কিন জাতীয় তদন্ত সংস্থার প্রধান ড্যান কোটসের সঙ্গে দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সম্পর্ক যে ভালো যাচ্ছে না, তা আগেই একাধিকবার মিলিছে। এবার হেলসিংকিতে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে ট্রাম্পের বৈঠক নিয়ে মুখ খোলেন তিনি।

ট্রাম্প-পুতিন বৈঠকে কী ঘটেছিল তা জানতে চাইলে কোটস বলেন, এ সম্পর্কে তিনি কিছুই জানেন না। তার এ বক্তব্যকে প্রেসিডেন্টের সঙ্গে মার্কিন গোয়েন্দা সংস্থার সম্পর্কের ফাটলের আরও একটি ধাপ বলেই ব্যাখ্যা করছে মার্কিন সংবাদমাধ্যম।

ড্যান কোটসের ভাষ্যে- নিশ্চয়ই পরে ধীরে ধীরে সব জানতে পারব। প্রেসিডেন্টের তো কাজ নয় আমায় সব জানানো।

তবে এ বছরেই যে রুশ প্রেসিডেন্টকে যুক্তরাষ্ট্রে আসার জন্য ট্রাম্প আমন্ত্রণ জানানোর সিদ্ধান্ত নিয়েছেন, সে নিয়েও তাকে কিছু জানানো হয়নি বলে মন্তব্য করেছেন ড্যান।

সাবেক এ ইন্ডিয়ানা সিনেটর বলেন, হেলসিংকির বৈঠকের আগে তার কাছ থেকে কোনো পরামর্শ নেননি প্রেসিডেন্ট। গোয়েন্দা প্রধানরা কথায়, আমার পরামর্শ নিলে বৈঠকটি হয়তো অন্যভাবে হতে পারত।

পুতিনের সঙ্গে ট্রাম্পের বৈঠক নিয়ে গত কয়েক দিনে বিস্তর জলঘোলা হয়েছে। বিশেষ করে মার্কিন নির্বাচনে রুশ হস্তক্ষেপ নিয়ে ট্রাম্পের মন্তব্য নিয়ে নানা জল্পনা চলছে।

ট্রাম্প নিজে পুতিনের সামনে বলেছিলেন, তিনি মনে করেন না রাশিয়া সরকার আমেরিকার ভোটে আদৌ নাক গলিয়েছে। দেশে বিষয়টি নিয়ে সমালোচনার ঝড় উঠলে পুরো ১৮০ ডিগ্রি ঘুরে যান মার্কিন প্রেসিডেন্ট।

তার ভাষ্য হচ্ছে, উড নট-এর জায়গায় উড বলে ফেলেছিলেন তিনি। তবে ট্রাম্প যা-ই ব্যাখ্যা দিন না কেন, ড্যান কোটস ফের জানিয়েছেন, তিনি এখনও মনে করেন ২০১৬ সালের মার্কিন নির্বাচনে হস্তক্ষেপ করেছিল রুশ সরকার। গোটা ঘটনার পেছনে ছিলেন খোদ রুশ প্রেসিডেন্ট পুতিন।

তিনি বলেন, ওদের প্রেসিডেন্টের অনুমতি ছাড়া রাশিয়া কোনও কিছু করেছে, এটা কোনও ভাবেই বিশ্বাসযোগ্য নয়।

একই সঙ্গে গোয়েন্দা প্রধান জানিয়েছেন, আমেরিকায় আগামী মধ্যবর্তী নির্বাচন যাতে অন্য কোনও দেশের হস্তক্ষেপ ছাড়া সুষ্ঠুভাবে হয়, সেদিকেই এখন জোর দিচ্ছেন তারা।

ড্যানের কথায়, আমেরিকার মানুষকে এটা আমাদের আশ্বস্ত করতে হবে যে, আমরা যথাসাধ্য চেষ্টা করছি, যাতে এবার একটা পরিষ্কার নির্বাচন হয়।

প্রকাশ :জুলাই ২১, ২০১৮ ৩:৪৭ অপরাহ্ণ