১৮ই জানুয়ারি, ২০২৫ ইং | ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | সন্ধ্যা ৭:১২

এমবাপ্পে ‘অল্প বয়স্ক এলিয়েন’: ভারানে

ক্রীড়া ডেস্ক:
বর্তমানে পুরো বিশ্বের কাছেই পরিচিত নাম কিলিয়ান এমবাপ্পে। রাশিয়া বিশ্বকাপে ফুটবল জগতকে চমকে দিয়ে সকলের নজর কেড়েছেন ১৯ বছর বয়সী এই ফরাসি ফুটবলার। ফ্রান্সের বিশ্বকাপ জয়ের পিছনে তার ভূমিকা ছিল অনস্বীকার্য। আর তারই জের ধরে ফ্রান্সের ডিফেন্ডার রাফায়েল ভারানে এমবাপ্পের প্রশংসা করে তাকে ‘অল্প বয়স্ক এলিয়েন’ উপাধি দিয়েছেন।

ভারানে ফ্রান্সের এক পত্রিকায় দেওয়া সাক্ষাৎকারে তার প্রশংসা করে বলেন, ‘আমি এর আগে অনেক এলিয়েনের সঙ্গে খেলেছি কিন্তু এই প্রথমবার আমি অল্প বয়স্ক এলিয়েনের সঙ্গে খেলছি।’ তিনি আরও বলেন, ‘তার মধ্যে একটি গুণ বেশ লক্ষণীয়। মাঠে অনুশীলন নিয়ে কথা বলতে গেলে পুরোটা বলার আগে তিনি খুব দ্রুত বুঝে ফেলেন।’

উল্লেখ্য, বিশ্বকাপে ফ্রান্সের হয়ে এমবাপ্পে মোট ৪টি গোল করেছেন এবং ফিফার ‘ইয়াং অফ দ্যা টুর্নামেন্ট’ এ পুরষ্কৃত হন তিনি।

প্রকাশ :জুলাই ২০, ২০১৮ ১:০১ অপরাহ্ণ