১৮ই জানুয়ারি, ২০২৫ ইং | ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | বিকাল ৩:১১

পাকিস্তানের বিপক্ষে ভারতকেই এগিয়ে রাখলেন আফ্রিদি

স্পোর্টস ডেস্ক:

পাকিস্তানের সামনে ভারতকেই এগিয়ে রাখছেন শাহিদ আফ্রিদি। চ্যাম্পিয়নস ট্রফিতে আগামী রবিবার মুখোমুখি হবে ভারত-পাকিস্তান। আইসিসির ওয়েবসাইটে এক সাক্ষাৎকারে সাবেক পাক অধিনায়ক শাহিদ আফ্রিদি বলেছেন, পাকিস্তানকেই শিরোপার দাবিদার হিসেবে সমর্থন করি, তবুও ভারত-পাকিস্তান ম্যাচে কোহলির নেতৃত্বাধীন ভারতকেই আমি এগিয়ে রাখব।

আফ্রিদির মতে, ভারতের হয়ে অশ্বিন পার্থক্য গড়ে দিতে পারে। পাশাপাশি ‘ইয়র্কার স্পেশালিষ্ট’ জসপ্রীত বুমরাহ প্রশংসা করে তিনি বলেন, বুমরাহকে দেখে নব্বইয়ের দশকের নিখুঁত ইয়র্কার স্পেশালিস্ট পেসারদের কথা মনে পড়ে যায়। ভারতের তরুণ এই পেসারের স্কিল দেখে আমি অভিভুত।

দৈনিক দেশজনতা/এন আর

প্রকাশ :জুন ৩, ২০১৭ ৫:৪৪ অপরাহ্ণ