১৮ই জানুয়ারি, ২০২৫ ইং | ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | বিকাল ৪:০৬

‘দাবি আদায় না হলে ফের কর্মসূচি’

নিজস্ব প্রতিবেদক:
জাতীয়করণের দাবি ৩০ জুলাইয়ের মধ্যে পূরণ না হলে ১২ আগস্ট থেকে ফের কর্মসূচি দেয়ার ঘোষণা দিয়েছে স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসা শিক্ষক সমিতি।

বৃহস্পতিবার (১৯ জুলাই) জাতীয় প্রেস ক্লাবের কনফারেন্স লাউঞ্জে আয়োজিত সংবাদ সম্মেলনের সংগঠনের নেতারা এ কথা জানান।

সংবাদ সম্মেলনে তারা বলেন, মাদরাসা বোর্ড কর্তৃক রেজিস্ট্রেশনপ্রাপ্ত সব ইবতেদায়ী মাদরাসা জাতীয়করণের দাবিতে চলতি বছরের ১-১৬ জানুয়ারি পর্যন্ত অবস্থান ধর্মঘট, অনশন কর্মসূচি পালন করেন শিক্ষকরা। পরে শিক্ষামন্ত্রী ও শিক্ষা প্রতিমন্ত্রীর নির্দেশে মাদরাসা ও কারিগরি বিভাগের সচিব জাতীয়করণের আশ্বাস দিলে কর্মসূচি স্থগিত করা হয়। তবে কর্মসূচি স্থগিতের পাঁচ-ছয় মাস পার হলেও জাতীয়করণের কোনো পদক্ষেপ নেয়া হয়নি। যদি ৩০ জুলাইয়ের মধ্যে দাবি বাস্তবায়ন করা না হলে ১২ আগস্ট থেকে জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধন ও অবস্থান ধর্মঘট করা হবে।

সংবাদ সম্মেলনে আয়োজক সংগঠনের সভাপতি কাজী রুহুল আমিন চৌধুরী, মহাসচিব কাজী মোখলেছুর রহমান, সিনিয়র সহ-সভাপতি মাওলানা নজরুল ইসলাম হিরন, সহ-সভাপতি মাওলানা মো. শাহজাহান প্রমুখ উপস্থিত ছিলেন।

প্রকাশ :জুলাই ১৯, ২০১৮ ৬:০১ অপরাহ্ণ