২১শে নভেম্বর, ২০২৪ ইং | ৬ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | রাত ৯:২০

ফেসবুকের ৯ অজানা তথ্য

তথ্যপ্রযুক্তি ডেস্ক:
বর্তমান সময়ে ফেসবুক এক জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যমে পরিণত হয়েছে। অবসর সময়, এমনকি ব্যস্ততার মাঝেও ফেসবুকে ঢু’ না মারলে যেন চলেই না। এই সাইট আমরা নিত্যদিন প্রতি মুহূর্তে ব্যবহার করছি। অথচ ফেসবুক সম্পর্কে এমন কিছু তথ্য আছে যা আমরা জানি না৷ এই যেমন ২০০৯ সালে চীনে ফেসবুক ব্যবহারকে নিষিদ্ধ করা হয়েছিল৷ জানতেন কি এটা? এরকম বেশ কয়েকটি অজানা তথ্যের সন্ধান দেওয়া হল যা অবাক করবে আপনাকেও৷

চোদ্দ বছর আগে নেট দুনিয়ায় বিপ্লব এনেছিল বহুল ব্যবহৃত সাইটটি৷ সময়ের সঙ্গে তাল মিলিয়ে বেড়েছে চাহিদা৷ কিন্তু, রেহাই মেলেনি, পড়তে হয়েছে কড়া সমালোচনার মুখে৷ তবে সেজন্য ভাটা পড়েনি জনপ্রিয়তায়৷ ইউজারদের চাহিদা মেটাতে সংস্থা এনেছে আপডেটেড ফিচারসগুলি৷ যা আবারও আকর্ষণ করেছে ইউজারদের৷

১) ফেসবুকের প্রতিষ্ঠাতা মার্ক জুকেরবার্গ৷ কিন্তু অনেকেই হয়ত জানেন না, মার্ক জুকেরবার্গকে ফেসবুক থেকে কখনই ব্লক করা সম্ভব নয়৷

২) বহু মানুষের মৃত্যুর জন্য দায়ী ফেসবুকের ‘আনফ্রেন্ড’ অপসনটি৷

৩) ব্যবহারকারীকে নিজের পছন্দের ভাষা ব্যবহারের সুযোগ দিচ্ছে সাইটটি৷

৪) ফেসবুকে এখনও প্রায় ৩০ মিলিয়ন মৃত ইউজার অ্যাকাউন্ট রয়েছে৷

৫) ‘ফেসবুকে অন হলেই এক চড়৷’ এমনই অদ্ভুত নির্দেশ দিয়েছিলেন এক ব্লগার৷ তিনি নাকি কাজটির জন্য এক মহিলাকে হায়ারও করেছিলেন৷

৬) প্রত্যেকদিন প্রায় ৬ লাখ ফেসবুক অ্যাকাউন্টে হ্যাকিংয়ের চেষ্টা হয়ে থাকে৷

৭) লগ-আউটের পরও ফেসবুকে থেকে যায় হিস্ট্রি৷ ইউজার প্রতিদিন কোন সাইটগুলিতে ভিজিট করছেন, তা সবই থেকে যায় ফেসবুকে৷

৮) ফেসবুকে স্ট্যাটাস আপলোড করার ট্রেন্ড বহুদিনের৷ কিন্তু, জানেন কি প্রতি তিনজনের মধ্যে একজন ফেসবুক ভিজিট করার পর নিজের জীবন নিয়ে অসন্তুষ্টি প্রকাশ করেছেন৷

৯) ফেসবুকে ফেক অ্যাকাউন্টকে ঘিরে ঘটেছিল আরও এক মজার ঘটনা৷ যেখানে এক মহিলাকে জেলবন্দী করা হয় ২০ মিনিটের জন্য৷ তার অপরাধ, ভুয়ো অ্যাকাউন্ট তৈরি করে নিজেই নিজের অ্যাকাউন্টে অপমানজনক ম্যাসেজ পাঠিয়েছিলেন৷

প্রকাশ :জুলাই ১৯, ২০১৮ ৫:২৩ অপরাহ্ণ