নিজস্ব প্রতিবেদক:
উচ্চ আদালতের নির্দেশনা অনুযায়ী কোটা পদ্ধতি চালু আছে— জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, আন্দোলনের নামে কোনো শিক্ষার্থী উপাচার্যের বাড়ি ভাংচুর ও লুটপাট করতে পারে না।
মঙ্গলবার সকালে গণভবনে সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতাধীন সুবিধাভোগীদের ভাতা ইলেকট্রনিক উপায়ে বিতরণ কর্মসূচির উদ্বোধন শেষে তিনি এ কথা বলেন।
দেশকে দারিদ্র্যমুক্ত করতে উন্নত করতে সরকার কাজ করে যাচ্ছে— জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, তৃণমূলের জনগণকে উন্নত করাই সরকারের প্রধান লক্ষ্য।
যুদ্ধাপরাধীরা যেন রাষ্ট্র পরিচালনা ও গুরুত্বপূর্ণ পদে না আসতে পারে সেদিকে খেয়াল রাখতে সংশ্লিষ্টদের প্রতি আহ্বানও জানান শেখ হাসিনা।
তিনি আরো বলেন, জনগণ ভোট দিলে আবারো ক্ষমতায় আসবে আওয়ামী লীগ। তবে ক্ষমতায় না আসলেও এ কর্মসূচির টাকা কেউ যেন আত্মসাৎ করতে না পারে— সে ব্যবস্থা করা হবে। এখন থেকে সরকারি ভাতা সুবিধাভোগীদের কাছে সরাসরি পৌঁছাবে— মধ্যস্বত্ত্বভোগীরা এ ভাতায় কোনো ভাগ বসাতে পারবে না।