সাহিত্য ডেস্ক:
সেতুমন্ত্রী ও লেখক ওবায়দুল কাদেরের লেখা উপন্যাস ‘গাঙচিল’ নিয়ে এবার নির্মাণ করা হচ্ছে চলচ্চিত্র। উপন্যাসের নামের সঙ্গে মিল রেখে ছবির নাম রাখা হয়েছে ‘গাঙচিল’। ছবিটি পরিচালনা করবেন নঈম ইমতিয়াজ নেয়ামূল। তিনি জানান, আগামী নভেম্বরে ছবির শুটিং শুরু হবে। এই ছবিতে অন্যতম চরিত্রে অভিনয় করবেন চিত্রনায়ক ফেরদৌস।
ছবিটির জন্য উপন্যাস থেকে চিত্রনাট্য লিখছেন বাংলাদেশের মারুফ রেহমান ও ভারতের প্রিয় চট্টোপাধ্যায়। চিত্রনাট্য তৈরির কাজ এ মাসেই শেষ হবে।
নোয়াখালী অঞ্চলে গাঙচিল নামে একটা চর আছে। ওখানকার মানুষের জীবনের নানা বিষয় ‘গাঙচিল’ উপন্যাসে উঠে এসেছে। ওই এলাকার মানুষকে যেভাবে ঝড়, বন্যা আর জলোচ্ছ্বাসের সঙ্গে লড়াই করে বেঁচে থাকতে হয়, সেসব সংগ্রামই উপন্যাসের উঠে এসেছে। গল্পটা রোমান্টিক ধাঁচের। ২০১৫ সালের অমর একুশে গ্রন্থমেলায় সময় প্রকাশন থেকে প্রকাশিত হয় উপন্যাসটি।
Daily Deshjanata দেশ ও জনতার বলিষ্ঠ কণ্ঠস্বর

