১৮ই জানুয়ারি, ২০২৫ ইং | ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | বিকাল ৩:০৭

খুলনায় কলেজ ছাত্রকে ছুরিকাঘাতে হত্যা

খুলনা প্রতিনিধি:
খুলনা মহানগরীর দোলখোলায় মেহেদী হাসান (২২) নামের এক কলেজ ছাত্রকে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। নিহত কলেজ ছাত্র বয়রা ইসলামীয়া কলেজের ১ম বর্ষের শিক্ষার্থী ও মহানগরীর বাগমারার মো. মামুনের ছেলে।

আজ বুধবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে এ ঘটনা ঘটে।

রাত ৮টার দিকে পথচারীরা তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসে। এসময় দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। নিহতের পকেটে থাকা মোবাইল ফোনের মাধ্যমে পুলিশ তার পরিচয় নিশ্চিত করেছে। দুর্বৃত্তরা তার পিঠের বাম দিকে ধারালো ছুরি দিয়ে গভীর আঘাত করলে অতিরিক্ত রক্তক্ষরণে তার মৃত্যু হয়।
খুলনা মেট্রোপলিটন পুলিশের মুখপাত্র সহকারি পুলিশ কমিশনার সোনালী সেন জানান, ধারালো অস্ত্রের আঘাতে ওই কলেজ ছাত্রকে হত্যা করা হয়েছে। তবে তাৎক্ষণিকভাবে হত্যাকাণ্ডের কারণ জানা যায়নি।

প্রকাশ :জুলাই ১১, ২০১৮ ৯:২৯ অপরাহ্ণ