জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রতিনিধিঃ
সাবেক নির্বাচন কমিশানার ও ব্রিগেডিয়ার জেনারেল (অবঃ) সাখাওয়াত হোসেন বলেছেন, অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের জন্য একটি নিরপেক্ষ সরকার থাকা আবশ্যক। যে প্রেক্ষাপটে তত্ত্বাবধায়ক সরকার গঠন করা হয়েছিল, সেই প্রেক্ষাপট থেকে বাংলাদেশ এখনো বের হতে পারেনি। তত্ত্বাবধায়ক সরকারের অধীনে যদি আরো কয়েকটি নির্বাচন অনুষ্ঠিত হতো, তবে বাংলাদেশের মানুষ সুষ্ঠু নির্বাচনে অভ্যস্ত হতো। কিন্তু সেটা হয়নি। তাই নির্বাচনের সময় এমন একটা সরকার থাকা উচিত যা দল নিরপেক্ষ ভূমিকা পালন করবে।
বুধবার দুপুর ১২টায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান অনুষদের ১৩৭ নং রুমে সেন্টার ফর গর্ভসেন্স স্টাডিস এবং আইন অনুষদের যৌথ উদ্যোগে ‘ইলেকট্ররাল গর্ভনেন্স ইন বাংলাদেশ এন্ড ইটস প্রবলেমস’ শীর্ষক সেমিনারে তিনি প্রধান আলোচকের বক্তৃতায় তিনি এসব কথা বলেন।
সেমিনারে সরকার ও রাজনীতি বিভাগের অধ্যাপক আবদুল লতিফ মাসুমের ‘তত্ত্বাবধায়ক সরকার ফিরিয়ে আনা দরকার কি না’- এমন প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।
এ সময় তিনি আরো বলেন, বাংলাদেশের মানুষের পক্ষে কথা বলার কেউ নেই। তাদের ভোটাধিকার এখনো নিশ্চিত হয়নি। টকশোতে গেলে আমরা বিভিন্ন সময় ভোটাধিকার লঙ্ঘনের অভিযোগ পাই।
অপর এক প্রশ্নের জবাবে, বাংলাদেশের বর্তমান রাজনৈতিক পরিবেশে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয় বলেও মন্তব্য করেন তিনি।
অধ্যাপক শামছুল আলম সেলিম ‘গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচন সুষ্ঠু হয়েছেন কি না’ জানতে চাইলে সাবেক এই নির্বাচন কমিশনার বলেন, ‘আইসিইউ রুমের বাহিরের অবস্থা ফিটফাট কিন্তু ভেতরে কি হচ্ছে সেটা তো আমরা বুঝতে পারছি না।
তিন সিটি (রাজশাহী, সিলেট ও বরিশাল) কর্পোরেশন নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, খুলনার পর গাজীপুরে আমরা ‘মডেল’ নির্বাচন পেয়েছি আবার আরেকটা মডেল হয়তো আমরা পেতে পারি।
এক প্রশ্নের জবাবে নির্বাচনে সেনাবাহিনী মোতায়নের বিষয়ে তিনি বলেন, আমাদের দেশের রাজনৈতিক পরিবেশটাই নষ্ট হয়ে গেছে। তাই সেখানে সেনাবাহিনী মোতায়ন করেও লাভ নেই। যতদিন না দেশের রাজনৈতিক সংস্কৃতি উন্নত না হবে ততদিন দেশে সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন উপহার দেওয়া সম্ভব নয়। গণতন্ত্র আইসিইউ তে গেলে নির্বাচন কমিশনকে ডাক্তারের ভূমিকায় গণতন্ত্রকে রক্ষা করার দায়িত্ব গ্রহণ করতে হবে অন্য কারো দ্বারা তা সম্ভব নয়।
এছাড়া সেমিনারে তিনি ‘না ভোট’, ইভিএম মেশিনের স্বচ্ছতা, নির্বাচন কমিশনের সদস্য নিয়োগে অনিয়ম, সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে বাংলাদেশের সমস্যা ও উত্তরণে উপায় নিয়ে বিশদ আলোচনা করেন।