৮ই ডিসেম্বর, ২০২৫ ইং | ২৩শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ | সকাল ৭:৩৫

রাজধানীর কারওয়ান বাজারে কাঁচামাল আড়তে অগ্নিকাণ্ড

নিজস্ব প্রতিনিধি:
রাজধানীর কারওয়ান বাজারে অগ্নিকাণ্ড ঘটেছে। বুধবার বিকাল ৫টার দিকে কারওয়ান বাজারের কাঁচামাল আড়তে এ ঘটনা ঘটে।

জানা গেছে, বিকাল ৫টার দিকে কারওয়ান বাজারের কাচামাল আড়তের একটি দোকানে আগুন লাগে। প্রথমে বাজারের দোকানদাররা আগুন নেভোনোর চেষ্টা করে। পরে ফায়ার সার্ভিসকে খবর দেয়া হয়।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করে। এ প্রতিবেদন লেখা পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে আসেনি। আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।

প্রকাশ :জুলাই ১১, ২০১৮ ৫:২২ অপরাহ্ণ