খুলনা প্রতিনিধি:
খুলনার দাকোপে নাসির সানা (৩৭) নামের এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। তিনি ওই উপজেলার জয়নগর গ্রামের আ. রাজ্জাক সানার ছেলে। আজ জয়নগর বিল থেকে পুলিশ নিহতের লাশ উদ্ধার করে।
পরিবারের সদস্যরা জানায়, মঙ্গলবার রাতে তিনি বিলে মাছ শিকার করতে গিয়ে আর বাড়িতে ফেরেননি।
দাকোপ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাহাবুদ্দিন চৌধুরী জানান, নিহতের গলায় ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। থানা থেকে ঘটনাস্থল অনেক দূরে হওয়ায় লাশের ময়নাতদন্তে দেড়ি হচ্ছে। পূর্বশত্রুতার জের ধরে এ ঘটনা ঘটেছে।
Daily Deshjanata দেশ ও জনতার বলিষ্ঠ কণ্ঠস্বর

