১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | সকাল ৬:০৩

সালমান থেকে দূরে লুলিয়া

বিনোদন ডেস্ক:
‘দাবাং রিলোডেড’ ট্যুর নিয়ে ব্যস্ত সালমান খান। আমেরিকা যুক্তরাষ্ট্র ও কানাডায় মাসব্যাপী এ ট্যুরে তার সফরসঙ্গী ক্যাটরিনা কাইফ, সোনাক্ষী সিনহা, জ্যাকুলিন ফার্নান্দেজ ও প্রভু দেবা। কিন্তু সালমানের তথাকথিত প্রেমিকা লুলিয়া ভানতুর এবার সালমানের সফরসঙ্গী হননি।

সালমান যেখানে যান সেখানে তার সঙ্গে লুলিয়া থাকেন। এটাই এখন অলিখিত নিয়ম। তাই এবার ব্যতিক্রম ঘটনায় নতুন গুঞ্জন শুরু হয়েছে। লুলিয়া এখন আছেন ইতালিতে। সেখানে পরিবারের সঙ্গে সময় কাটাতে দেখা গেছে তাকে।

সালমানের সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘রেস থ্রি’র ‘আল্লাহ দুয়াই হ্যায়’ ও ‘পার্টি চলে অন’ গান দুটিতে কণ্ঠ দিয়েছেন লুলিয়া। এর আগে মিউজিক ভিডিওতেও অভিনয় করেছেন। বলিউড চলচ্চিত্রে তার নায়িকা হিসেবে কাজ করারও গুঞ্জন আছে। লুলিয়াও স্বীকার করেছেন, তার কাছে অনেক প্রস্তাব আসছে।

সূত্র: টাইমস অব ইন্ডিয়া

প্রকাশ :জুলাই ৮, ২০১৮ ১০:০২ পূর্বাহ্ণ