আন্তর্জাতিক অনুসন্ধানী সাংবাদিক সংগঠন ইন্টারন্যাশনাল কনসোর্টিয়াম অব ইনভেস্টিগেটিভ জার্নালিস্টস (আইসিআইজে)-র সঙ্গে দু’টি সংবাদপত্র মিলে পানামা পেপারের আরও প্রায় ১২ লাখ তথ্য ফাঁস করেছে। বৃহস্পতিবার দ্বিতীয় দফায় ফাঁস করা এই তালিকাতেই উঠে এসেছে আর্জেন্টিনার ফুটবল সুপারস্টার লিওনেল মেসিসহ অন্যদের নাম। এই তালিকায় আছেন দেশটির প্রেসিডেন্ট মৌরিচিও ম্যাক্রিও। খবর ইন্ডিয়ান এক্সপ্রেস।
পানামা পেপারসের প্রথম তালিকাতেও ছিল মেসির নাম। তবে তার অবৈধ লেনদেন ও কর ফাঁকির কথা অস্বীকার করেন মেসি। পানামা পেপারসের নতুন তালিকায় আবারও মেসির নাম রয়েছে। সেখানে তাকে ‘ছোট সম্রাট’ হিসেবে উল্লেখ করা হয়েছে।
pran এর আগে বিশ্বের নামীদামী নেতা ও ব্যবসায়ীর অবৈধ লেনদেনের কথা ফাঁস করে আলোচনায় আসে পানামা পেপার। এই তালিকায় নাম থাকায় আদালতের নির্দেশে পদ হারিয়েছেন পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরীফকে।
পানামা পেপারে নাম থাকায় প্রতিবেশী দেশ ভারতের নামী অভিনেতা অমিতাভ বচ্চনসহ বেশ কয়েকজন ব্যবসায়ীর বিরুদ্ধে তদন্ত করার কথা জানিয়েছে ভারত সরকার।