১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | রাত ১:৪১
আর্জেন্টিনাকে বিধ্বস্ত করে নক আউটে ক্রোয়েশিয়া

এখন ভাগ্যই কেবল আর্জেন্টিনার সহায়

গ্রুপের প্রথম ম্যাচে নবাগত আইসল্যান্ডের সাথে ১-১ গোলে ম্যাচ ড্র করার পর গতকাল বৃহস্পতিবার ক্রোয়েশিয়ার কাছে আরেক অঘটনের শিকার লিওনেল মেসির আর্জেন্টিনা। দ্বিতীয় রাউন্ডে যেতে এখন কেবল ভাগ্যের দিকেই চেয়ে থাকতে হবে আর্জেন্টাইনদের।
গ্রুপের দ্বিতীয় ম্যাচে মেসিদের সাথে যেন ছেলেখেলা করেছে ক্রোয়েশিয়া। ৩-০ গোলের বড় ব্যবধানে হেরে দ্বিতীয় রাউন্ডে যাওয়ার পথ প্রায় বন্ধ হয়ে গেছে আর্জেন্টিনার।
pran তবুও কিছুটা আশা রয়েছে ম্যারাডোনার উত্তরসুরীদের। এখন তাদের তাকিয়ে থাকতে হবে নাইজেরিয়া-আইসল্যান্ডের দিকে। শুধু এই ম্যাচই নয়, নাইজেরিয়ার বিপক্ষে দ্বিগুণ শক্তি নিয়ে ফিরতে হবে নিজেদেরও।
যদি সব আর্জেন্টিনার পক্ষেই যায় তবেই কিনা দ্বিতীয় পর্বের মুখ দেখতে পারে সাম্পাওলির শিষ্যরা।
এরই মধ্যে আর্জেন্টিনাকে হারিয়ে ‘ডি’ গ্রুপ থেকে দ্বিতীয় রাউন্ড নিশ্চিত করেছে ক্রোয়েশিয়া।
নিজেদের প্রথম দুই ম্যাচে নাইজেরিয়া আর আর্জেন্টিনার বিপক্ষে জিতে ৬ পয়েন্ট পেয়েই তবে দ্বিতীয় পর্বে পা দিয়েছে ক্রোয়েটরা।
এদিকে পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থানে রয়েছে নবাগত আইসল্যান্ড। আর্জেন্টিনার বিপক্ষে প্রথম ম্যাচে ড্র করে তাদের পকেটেও আছে ১ পয়েন্ট।
আইসল্যান্ডের সাথে ড্র করায় তাদের সমান ১ পয়েন্ট আর্জেন্টিনারও। কিন্তু গোল ব্যবধানে পিছিয়ে থাকায় তিন নম্বরে অবস্থান আর্জেন্টিনা।
১ম ম্যাচে হেরে যাওয়ায় নাইজেরিয়া অবস্থান এখন টেবিলের তলানিতে।
এর মধ্যে সবচেয়ে সুবিধাজনক অবস্থানে রয়েছে আইসল্যান্ড। বিশ্বকাপের নবাগতদের মত নাইজেরিয়ারও বাকি ২টি ম্যাচ। শুক্রবার একে অপরের বিপক্ষে খেলবে দুই দল।

সোজা কথা আজ শুক্রবার আইসল্যান্ডকে জিততে হবে নাইজেরিয়ার বিপক্ষে। আর সেটি যদি ১-০ গোলের ফলাফল হয় তবে নাইজেরিয়ার বিপক্ষে ৫-০ গোলের ব্যবধানে জিততে হবে আর্জেন্টিনাকে।
তবেই কিনা দ্বিতীয় রাউন্ডে যেতে পারবে আর্জেন্টিনা। কিন্তু বর্তমান ফুটবলে এমন কিছু চিন্তা করাটাও যে বোকামি সেটা সবারই জানা। তাই আর্জেন্টিনার এখন চেয়ে থাকতে হবে কেবল ভাগ্যের দিকে।

প্রকাশ :জুন ২২, ২০১৮ ১:৫২ অপরাহ্ণ