১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | সকাল ৬:২৭

হাবিপ্রবিতে ঈদের ছুটি শুরু ৩ জুন

দিনাজপুর প্রতিনিধি:

গ্রীষ্মকালীন অবকাশ ও পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে(হাবিপ্রবি) দীর্ঘ ১৮ দিনের ছুটি শুরু হচ্ছে আগামী (৩ জুন) রোববার থেকে। বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ ও প্রকাশনা শাখার কর্মকর্তা মো. রাশেদ ফারুক এ তথ্য জানান।

তিনি জানান, ৩ জুন থেকে ২১ জুন পর্যন্ত গ্রীষ্মকালীন অবকাশ ও ঈদুল ফিতর উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের সকল একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম বন্ধ থাকবে। তবে ২২ ও ২৩ জুন (শুক্র ও শনিবার) বিশ্ববিদ্যালয়ের সাপ্তাহিক ছুটি থাকায় ২৪ জুন (রোবাবার) থেকে বিশ্ববিদ্যালয়ের ক্লাস-পরীক্ষাসহ সকল কার্যক্রম যথারীতি চলবে।

এদিকে পরিবারের সঙ্গে ছুটি কাটাতে ইতোমধ্যে বিশ্ববিদ্যালয়ের আবাসিক হল ও মেস ছাড়তে শুরু করেছেন শিক্ষার্থীরা।

দৈনিকদেশজনতা/ আই সি 

প্রকাশ :মে ৩০, ২০১৮ ১২:৪৮ অপরাহ্ণ