১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | দুপুর ১২:১৮

হাইতির বিপক্ষে মাঠে নেমে মাসচেরানোর রেকর্ড

স্পোর্টস ডেস্ক:      

মঙ্গলবার রাতে হাইতির বিপক্ষে মাঠে নেমে রেকর্ড গড়েছেন জাভিয়ের মাসচেরানো। এই ম্যাচে মাঠে নেমে জাভিয়ের জানেত্তির পাশাপাশি আর্জেন্টিনার হয়ে সবচেয়ে বেশি ম্যাচ খেলার রেকর্ডটি এখন তার দখলেও। ২০০৪ সালে আর্জেন্টিনার হয়ে কোপা আমেরিকায় অভিষেক হয় তার। তারপর থেকে গেল ১৪ বছরে তিনি ১৪৩ ম্যাচে আর্জেন্টিনার হয়ে মাঠে নেমেছেন। একজন সেন্টার ব্যাক হয়েও গোল করেছেন ৩টি।

মঙ্গলবার ম্যাচ শুরুর আগে সবচেয়ে বেশি ম্যাচ খেলার জন্য মাসচেরানোকে একটি স্মারক জার্সি উপহার দেয় আর্জেন্টিনার ফুটবল সংস্থা। সংস্থার সভাপতি ক্লাউদিও তাপিয়া মাসচেরানোর হাতে বাধাই করা স্মারক জার্সিটি তুলে দেন। এ সময় মাসচেরানোর সঙ্গে ছিল তার দেড় বছর বয়সী ছেলে সন্তানও।

মাসচেরানোর জন্ম ১৯৮৪ সালের ৮ জুন। বর্তমান বয়স ৩৩ বছর। বার্সেলোনার হয়ে খেলা এই তারকা বর্তমানে খেলছেন চাইনিজ লিগে। তার আগে আর্জেন্টিনার হয়ে ১৪৩ ম্যাচ খেলেছিলেন জাভিয়ের জানেত্তি। ১৯৯৪ থেকে ২০১১ সাল পর্যন্ত জানেত্তি আর্জেন্টিনার হয়ে ১৪৩ ম্যাচে মাঠে নেমেছিলেন। বর্তমানে তিনি ইতালির ক্লাব ইন্টার মিলানের সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন।

দৈনিকদেশজনতা/ আই সি

প্রকাশ :মে ৩০, ২০১৮ ১১:৪১ পূর্বাহ্ণ