নিজস্ব প্রতিবেদক:
শুক্রবার দিবাগত রাত আড়াইটায় ভোলার দৌলতখান উপজেলায় স্ত্রীকে গলাকেটে হত্যার পর ঘরে আগুন লাগিয়ে সন্তানকে পুড়িয়ে হত্যা করেছে বেলাল হোসেন নামে এক পাষণ্ড। উপজেলার পশ্চিম জয়নগর এলাকার লালু পাটওয়ারীর বাড়িতে এ ঘটনা ঘটে।
নিহত দুজন হলেন-শাহনা বেগম ও তার শিশু সন্তান মোহনা।
স্ত্রী ও শিশু সন্তানকে হত্যা করতে গিয়ে ঘাতক নিজেও আহত হয়। ঘটনার পর বেলালকে আটক করেছে পুলিশ। তিনি বর্তমানে ভোলা সদর হাসপাতালে চিকিৎসাধীন।
দৌলতখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এনায়েত হোসেন ঢাকাটাইমসকে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, শুক্রবার রাতে ধারালো অস্ত্র দিয়ে স্ত্রীকে গলাকেটে হত্যার পর গভীর রাতে ঘরে আগুন লাগিয়ে শিশু সন্তানকে হত্যা করে বেলাল। আমারা লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছি।
ওসি আরও জানান, পারিবারিক বিরোধের জেরে বেল্লাল এ হত্যাকাণ্ড ঘটানোর কথা পুলিশের কাছে স্বীকার করেছেন। তাকে হাসপাতাল থেকে গ্রেপ্তার করা হয়েছে।
দৈনিক দেশজনতা/এমএম
Daily Deshjanata দেশ ও জনতার বলিষ্ঠ কণ্ঠস্বর

