১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | সকাল ৯:০৩

গোপালগঞ্জে সড়ক দুর্ঘটনায় ভ্যানচালক নিহত

গোপালগঞ্জ প্রতিনিধি:

গোপালগঞ্জ জেলার কোটালীপাড়ায় সড়ক দুর্ঘটনায় নালু মোল্লা (৫৫) নামে এক ভ্যানচালক নিহত হয়েছেন। মঙ্গলবার সকালে কোটালীপাড়া-রাজৈর সড়কের রাধাগঞ্জ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত নালু কোটালীপাড়া উপজেলার দিঘলিয়া গ্রামের বাসিন্দা।

কোটালীপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ কামরুল ফারুক জানান, সকালে ওই সড়ক দিয়ে ইঞ্জিনচালিত ভ্যান চালিয়ে যাচ্ছিলেন নালু। পথে রাধাগঞ্জ এলাকায় পৌঁছলে নিয়ন্ত্রণ হারিয়ে ভ্যানটি উল্টে গুরুতর আহত হন তিনি। এ অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে কোটালীপাড়া স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

দৈনিক দেশজনতা/ টি এইচ

প্রকাশ :মে ২৯, ২০১৮ ৮:৫৪ অপরাহ্ণ