১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | ভোর ৫:৫৬

অতিরিক্ত পুলিশ সুপার পদমর্যাদার ১৭ কর্মকর্তার রদবদল

নিজস্ব প্রতিবেদক :

বাংলাদেশ পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার পদমর্যাদার ১৭ কর্মকর্তাকে রদবদল করা হয়েছে।

সোমবার পুলিশ সদরদপ্তরের অতিরিক্ত মহাপরিদর্শক (পার্সোনেল ম্যানেজমেন্ট-১) হাবিবুর রহমান স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এই রদবদল করা হয়।

র‌্যাবের অতিরিক্ত পুলিশ সুপার রাজীব কুমার দেবকে অতিরিক্ত পুলিশ সুপার রেঞ্জ ডিআইজি কার্যালয় সিলেটে, চট্টগ্রামের মুহাম্মদ রেজাউল মাসুদকে রাজশাহী পুলিশ একাডেমি সারদায়, সিএমপির অতিরিক্ত উপ- পুলিশ কমিশনার শাহ মো. আব্দুর রউফকে চট্টগ্রামে, টাঙ্গাইলের সৈকত শাহীনকে নোয়াখালীতে, নোয়াখালীর এ কে এম জহিরুল ইসলামকে কুষ্টিয়ায়, রাজশাহী সারদার মো. স্নিগ্ধা আখতারকে সিরাজগঞ্জের সদর সার্কেলে, কেএমপির মোহাম্মদ কামরুল হাসানকে শরীয়তপুরের নড়িয়া সার্কেলে বদলি করা হয়েছে।

র‌্যাবের অতিরিক্ত পুলিশ সুপার মো. জালাল উদ্দিন আহম্মদকে পটুয়াখালীর কলাপাড়া সার্কেলে, নোয়াখালী পিটিসির হোসাইন মোহাম্মদ রায়হান কাজেমীকে ঢাকার ট্যুরিস্ট পুলিশে, রাজশাহীর সুমিত চৌধুরীকে ঢাকার নৌপুলিশে, দিনাজপুরের সদর সার্কেলের মাহামুদুল হাসানকে রাজশাহীতে, ঢাকার এসবির মো. রবিউল ইসলামকে ঢাকার এসপিবিএনে, ঢাকার মোল্লা তবিবুর রহমানকে ডিএমপিতে, ঢাকার অষ্টম এপিবিএনের মোহাম্মদ মোতাজ্জের হোসেনকে ঢাকার এসবিতে, সাতক্ষীরার ইনসার্ভিস ট্রেনিং সেন্টারের মো. রাসেলুর রহমানকে ভোলার লালমোহন সার্কেলে, মেহেরপুরের আব্দুল্লাহ আল-মাহমুদকে অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার গাজীপুর মহানগর পুলিশে, আরএমপির মো. আয়নাল হককে ঢাকার পঞ্চম এপিবিএনে বদলি করা হয়েছে।

দৈনিক দেশজনতা/ টি এইচ

প্রকাশ :মে ২৯, ২০১৮ ৮:৪৬ অপরাহ্ণ