২২শে নভেম্বর, ২০২৪ ইং | ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | রাত ৯:০১

দাদার লাঠির আঘাতে নাতির মৃত্যু

নিজস্ব প্রতিবেদক:

চুয়াডাঙ্গার জীবননগরে দাদার লাঠির আঘাতে প্রাণ গেছে চার মাস বয়সী নাতির। ক্ষেতের ধানের ভাগ নিয়ে বাবা-ছেলে বিরোধের জের ধরে বুধবার রাতে উপজেলার গঙ্গাদাসপুরে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। শিশু আল মিরাজ এসময় তার মায়ের কোলে ছিলো।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, উপজেলার গঙ্গাদাসপুর গ্রামের বাবা মনজুর কাদের ও ছেলে ইকরামুল হক একই বাড়ির মধ্যে পৃথকভাবে বসবাস করেন। পৃথকভাবে বসবাস করলেও তারা এবার মাঠে একসাথে ইরি ধানের চাষ করেছেন। এ ধানের ভাগাভাগি নিয়ে বাবা-ছেলের মধ্যে দ্বন্দ্বের সৃষ্টি হয়। বুধবার রাত ৭টার দিকে বাবা-ছেলের মধ্যে বাকবিতণ্ডা শুরু হলে ইকরামুলের স্ত্রী মাবিয়া খাতুন স্বামীর পক্ষ নিয়ে এগিয়ে আসেন এবং শ্বশুরকে গালমন্দ করতে থাকেন। এসময় শিশু মিরাজ তার কোলে ছিলো। ক্ষিপ্ত শ্বশুর মনজুর কাদের বৌমাকে মারতে তার মাথায় লাঠির আঘাত করেন। অন্ধকারে লাঠির আঘাত গিয়ে লাগে শিশুর মিরাজর মাথায়। সঙ্গে সঙ্গে সে জ্ঞান হারায়। আচেতন অবস্থায় প্রথমে তাকে জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নেওয়া হয়। এখানে চিকিসাধীন আবস্থায় রাতেই তার মৃত্যু হয়।
এদিকে, শিশু মিরাজের লাশ চুয়াডাঙ্গা হাসপাতাল হতে কৌশলে বাড়ি এনে রাতেই দাফনের চেষ্টা করে প্রতিরোধের মুখে ব্যর্থ হয় দাদা মনজুর কাদের। পরে তিনি পালিয়ে যান বলে জানা গেছে।
বৃহস্পতিবার বেলা ১১টায় এ ব্যাপারে পুলিশের সাথে যোগাযোগ করা হলে থানা অফিসার ইনচার্জ এনামুল হক জানান, এখন পর্যন্ত এ ব্যাপারে কোনো অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
প্রকাশ :মে ৪, ২০১৭ ১২:০৮ অপরাহ্ণ