১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | দুপুর ১২:২২

বাংলাদেশের বিপক্ষে আফগানিস্তানের দল ঘোষণা

স্পোর্টস ডেস্ক:

বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের জন্য ১৬ সদস্যের দল ঘোষণা করেছে আফগান ক্রিকেট বোর্ড। অভিজ্ঞ পেসার দৌলত জাদরানের ইনজুরির কারণে দলে নেই তিনি। আর দলের নেতৃত্ব দেবেন আসগর স্তানিকজাই। আফগানিস্তান ক্রিকেট বোর্ড থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

আগামী ৩ জুন ভারতের দেরাদুনে বাংলাদেশের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ শুরু করবে আফগানিস্তান। তিনটি ম্যাচই রাজীব গান্ধী আন্তর্জাতিক স্টেডিয়ামে শুরু হবে বাংলাদেশ সময় রাত ৮টা ৩০ মিনিটে। এরপর ১৪ জুন ভারতের বিপক্ষে একমাত্র টেস্ট ম্যাচটিতে অংশ নেবে দেশটি।

এরই মধ্যে আজ সকালে সাকিব- মোস্তাফিজকে ছাড়াই জেট এয়ারলাইন্স যোগে দিল্লির উদ্দেশ্যে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ছেড়ে যায় বাংলাদেশ টিম।

আফগানিস্তান দল: আজগর স্ট্যানিকজাই(অধিনায়ক), নাজিব তারাকাই, উসমান গনি, মোহাম্মদ শাহজাদ, আফতাব আলম, সামিউল্লাহ শিনওয়ারি, শফিকুল্লাহ শাদাক, দারউইশ রাসুলী, মোহাম্মদ নবি, রশিদ খান, গুলবদিন নায়েব, মুজিব উর রহমান, নাজিবুল্লাহ জাদরান, শারাফুদ্দিন আশরাফ, শাহপুর জাদরান ও করিম জানাত।

দৈনিক দেশজনতা/ এন আর

 

প্রকাশ :মে ২৯, ২০১৮ ৬:১২ অপরাহ্ণ