আন্তর্জাতিক ডেস্ক:
যুক্তরাষ্ট্রের টেনেসি রাজ্যে পারিবারিক সহিংসতায় ৪ জন নিহত হয়েছেন। স্থানীয় কর্তৃপক্ষ এ কথা জানিয়েছে।
সোমবার (২৮ মে) এ ঘটনা ঘটে। খবর সিনহুয়া’র।
গণমাধ্যমটির প্রতিবেদনে রাদারফোর্ড কাউন্টির শেরিফ মাইক ফিজহুহ’র বতার দিয়ে জানানো হয়, ৩৮ বছর বয়সী এক ব্যক্তি আত্মহত্যার আগে তার স্ত্রী, স্ত্রীর পিতা ও সৎমাকে গুলি করে হত্যা করে। পুলিশ মৃতদেহগুলো উদ্ধার করেছে।
তিনি আরও বলেন, আত্মহত্যার কথা প্রকাশ করলে ওই ব্যক্তিকে শুক্রবার স্থানীয় এক হাসপাতালে নেওয়া হয়। তার বাড়ি থেকে সকল আগ্নেয়াস্ত্র সরিয়ে ফেলা হয়। তবে সপ্তাহের শেষে ঠিক কি ঘটেছিল সে সম্পর্কে সঠিক কিছু বলা যাচ্ছে না।
তবে মামলাটি পুনঃতদন্ত করা হচ্ছে।
দৈনিক দেশজনতা/ টি এইচ
Daily Deshjanata দেশ ও জনতার বলিষ্ঠ কণ্ঠস্বর

