১৮ই জানুয়ারি, ২০২৫ ইং | ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | সকাল ৯:৪৮

নোয়াখালীতে বাস-ট্রাক সংঘর্ষে আহত ২০

নিজস্ব প্রতিবেদক :

নোয়াখালীর সেনবাগ উপজেলার ফেনী-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কে যাত্রীবাহী বাস ও মালবাহী ট্রাকের মুখোমুখি সংঘর্ষে অন্তত ২০ যাত্রী আহত হয়েছেন। মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে মহাসড়কের সেবারহাট পশ্চিম বাজারে এ দুর্ঘটনা ঘটে। আহতদের নাম পরিচয় জানা যায়নি।

স্থানীয়রা জানায়, সকালে চৌমুহনী থেকে সুগন্ধা দ্রুতযান সার্ভিসের একটি যাত্রীবাহী বাস ফেনীর উদ্দেশ্যে যাচ্ছিল। বেলা সাড়ে ১১টার দিকে বাসটি সেবারহাট পশ্চিম বাজারে পৌঁছালে বিপরীত দিক ফেনী থেকে ছেড়ে আসা একটি মালবাহী ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে বাসটি উল্টে গেলে অন্তত ২০যাত্রী আহত হয়।

সেনবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মঈন উদ্দিন বিষয়টি নিশ্চিত করে জানান, স্থানীয়দের সহযোগিতায় আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।

প্রকাশ :মে ২৯, ২০১৮ ৪:২৬ অপরাহ্ণ