১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | রাত ১২:৩৩

মিডিয়া অ্যান্ড মাল্টিমিডিয়ার কার্যক্রম বন্ধ করেছে বিটিআরসি

বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক:

লাইসেন্সের শর্ত ভঙ্গ এবং কমিশনের নির্দেশনা অমান্য করায় মিডিয়া অ্যান্ড মাল্টিমিডিয়া নামক সেন্ট্রাল জোন আইএসপির কার্যক্রম বন্ধ করেছে বিটিআরসি। ইতিমধ্যে প্রতিষ্ঠানটির অপারেশনাল কার্যক্রমের ৯৫ শতাংশ বন্ধ করে দিয়েছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)।

একইসঙ্গে সকল আইআইজি প্রতিষ্ঠানকে পরবর্তী নির্দেশনা না দেয়া পর্যন্ত নতুন করে মিডিয়া অ্যান্ড মাল্টিমিডিয়ার অনুকূলে আপস্ট্রিম ক্যাপাসিটি/ব্যান্ডউইডথ বরাদ্দ প্রদান না করতে নির্দেশ দিয়েছে নিয়ন্ত্রক সংস্থা। এছাড়া, কেন উক্ত আইএসপির লাইসেন্স বাতিল হবে না সে বিষয়ে লিখিত জবাব আগামী সাত দিনের মধ্যে কমিশনে দাখিল করার জন্য বলা হয়েছে প্রতিষ্ঠানটিকে।

কমিশনের এনফোর্সমেন্ট অ্যান্ড ইন্সপেকশন ডিরেক্টরেট থেকে সোমবার সংশ্লিষ্ট আইএসপি ও সকল আইআইজি (ওওএ) প্রতিষ্ঠানকে এ সংক্রান্ত একটি চিঠি পাঠানো  হয়েছে।

জানা গেছে, গত রবিবার গোপন তথ্যের ভিত্তিতে বিটিআরসি ও আইনশৃঙ্খলা বাহিনীর পরিদর্শনে দেখা যায়, মিডিয়া অ্যান্ড মাল্টিমিডিয়া নামক আইএসপি লাইসেন্সের শর্ত ভঙ্গ করে লাইসেন্সবিহীন বিডি সাইবার নেট নামে একটি প্রতিষ্ঠানকে ব্যান্ডউইডথ প্রদান করে অবৈধ আইএসপি ব্যবসা পরিচালনার সুযোগ  দিয়ে আসছিল। লাইসেন্সবিহীন অবৈধ প্রতিষ্ঠানটি উল্লেখিত আইএসপি থেকে ৬০ এমবিপিএস ইন্টারনেট ও ১৫০ এমবিপিএস ইউটিউব ব্যান্ডউইথ গ্রহণের মাধ্যমে ২৫০ গ্রাহককে অবৈধভাবে ইন্টারনেট সেবা দিচ্ছে। আইএসপিটি বিটিআরসিতে মাসিক যে প্রতিবেদন দাখিল করে সেখানে তাদের গ্রাহক তালিকায় বিডি সাইবার নেট নামক প্রতিষ্ঠানটির নাম গোপন করা হয়। তাদের প্রকৃত ক্যাপাসিটি/ব্যান্ডউইথের চেয়ে কম পরিমাণে ক্যাপাসিটি দেখিয়ে কমিশনের নিকট পেশ করা এবং কমিশন নির্দেশিত কোন লগ সংরক্ষণ করেনি মর্মে পরিদর্শনকারী দলের কাছে ধরা পড়ে।
দৈনিক দেশজনতা/এন এইচ

প্রকাশ :মে ২৯, ২০১৮ ১:১৪ অপরাহ্ণ