স্পোর্টস ডেস্ক:
আগামী ৩১ মে ইংল্যান্ডের লর্ডসে অনুষ্ঠিত হতে যাচ্ছে ওয়েস্টইন্ডিজ ও বিশ্ব একাদশের মধ্যে টি-টোয়েন্টি ম্যাচ। ক্যারিবীয়ান দ্বীপে প্রলয়ঙ্করী ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত কয়েকটি মাঠের জন্য তহবিল সংগ্রহ করতেই এই প্রীতি ম্যাচের আয়োজন করেছে বিশ্ব ক্রিকেট সংস্থা আইসিসি।
এবার সেই ম্যাচে খেলতে বিশ্ব একাদশে নাম লিখিয়েছেন ভারতীয় পেসার মোহাম্মদ শামি ও ইংল্যান্ডের লেগ স্পিনার আদিল রশিদ। অসুস্থতার জন্য সরে দাঁড়ানো ভারতের অলরাউন্ডার হার্দিক পান্ডিয়ার জায়গায় বিশ্ব একাদশে ডাক পেয়েছেন শামি। সব মিলিয়ে ৮ দেশের ১২ ক্রিকেটার ডাক পেয়েছেন মর্গানের নেতৃত্বাধীন দলটিতে। আদিল রশিদ দলে যোগ দেয়ায় লেগ স্পিনারের সংখ্যা হলো চার জন। আগে থেকেই আছেন শহিদ আফ্রিদি, রশিদ খান ও সন্দিপ লামিছানে।
বাংলাদেশ থেকে সুযোগ পেয়েছিলেন সাকিব আল হাসান ও তামিম ইকবাল। তামিম ইকবাল ইতোমধ্যে ইংল্যান্ডের উদ্দেশ্যে রওয়ানা দিয়েছেন। তবে ব্যক্তিগত কারণে ক’দিন আগেই নিজের নাম সরিয়ে নিয়েছেন বিশ্বসেরা এই অলরাউন্ডার সাকিব।
প্রসঙ্গত, গত বছর হারিকেন আরমা ও মারিয়ায় ক্যারিবিয়ান অঞ্চলে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছিল। অ্যান্টিগার স্যার ভিভিয়ান রিচার্ডস স্টেডিয়াম, ডমিনিকার উইন্ডসর পার্কসহ মোট ৫টি স্টেডিয়ামকে সাহায্য করা হবে এই চ্যারিটি ম্যাচ থেকে পাওয়া অর্থে।
বিশ্ব একাদশ দল
ইয়ান মর্গান (অধিনায়ক), তামিম ইকবাল, লুক রনকি, সন্দিপ লামিছানে, শহিদ আফ্রিদি, শোয়েব মালিক, দিনেশ কার্তিক, মোহাম্মদ শামী, থিসারা পেরেরা, রশিদ খান, মিচেল ম্যাকক্লেনাগান, আদিল রশিদ।
দৈনিকদেশজনতা/ আই সি