১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | ভোর ৫:৫১

মেরিল্যান্ডে ভয়াবহ বন্যা, জরুরি অবস্থা

আন্তর্জাতিক ডেস্ক:

যুক্তরাষ্ট্রের মেরিল্যান্ড অঙ্গরাজ্যের বালটিমোর শহরের এলিকট সিটি এলাকায় বন্যায় দেখা দিয়েছে। ভয়াবহ এই বন্যায় ভাসিয়ে নিয়ে গেছে অসংখ্য গাড়ি।এ নিয়ে দ্বিতীয়বারের মতো সেখানে এ ধরনের বন্যা আঘাত হানল। ২০১৬ সালে জুলাই মাসেও একই শহরে অনুরূপ বন্যা দেখা দিয়েছিল।

এদিকে, মেরিল্যান্ড অঙ্গরাজ্যের গভর্নর ল্যারি হোগান বন্যাদুগর্ত এলাকা ভ্রমণ শেষে সেখানে জরুরি অবস্থা ঘোষণা করেছেন। তিনি ক্ষতিগ্রস্তদের সব ধরনের সহায়তার অঙ্গীকার করেছেন।

হোগান বলেন, ‘বিশেষজ্ঞরা বলেন এ ধরনের বন্যা প্রতি ১,০০০ বছরের একবার হয় কিন্তু আমরা দুই বছরে দুই বছর দেখলাম।’

 সংবাদমাধ্যমের ভিডিও ফুটেজে দেখা যায়, এলিকট সিটির প্রধান রাস্তাগুলো ঘোলা পানিতে ডুবে যায়। ঘরবাড়িতে পানি প্রবেশ করে, এমনকি গাড়িও ভাসিয়ে নিয়ে যায়। কিছু কিছু অঞ্চলের পানি ঘরের একতালায়ও প্রবেশ করে বলে জানিয়েছেন হাওয়ার্ড কাউন্টির আগুন ও জরুরি সেবার কর্মকর্তারা।

গতকাল রবিবার আকস্মিক বন্যা হয় এলিকট সিটিতে। এ সময় পার্শ্ববর্তী প্যাটাপ্সকো নদীর পানি মাত্র দুই ঘণ্টায় ১৭ দশমিক ৮ ফুট থেকে ২৪ দশমিক ১৩ ফুট বৃদ্ধি পায়, যা আগের ২৩ দশমিক ৬ ফুটের রেকর্ড ছাড়িয়ে যায়।

মধ্যরাতে দ্য ন্যাশনাল ওয়েদার সার্ভিস (এনডব্লিউএস) দেশটির উত্তর-পূর্বের অ্যানি অ্যারুন্ডেল ও দক্ষিণ-পূর্বের হাওয়ার্ড কাউন্টিতে বন্যা সতর্কতা জারি করে।

এনডব্লিউএস গত ২৪ ঘণ্টায় বালটিমোর এলাকায় তিন থেকে ছয় ইঞ্চি বৃষ্টিপাত রেকর্ড করেছে। কোথাও কোথাও নয় ইঞ্চি বৃষ্টিপাতও রেকর্ড করা হয়েছে।

বার্তা সংস্থা সিএনএন বলছে, যদিও এটি খুব বেশি বৃষ্টিপাত না, তবুও অতিরিক্ত যতটুকু বৃষ্টিই হোক সেটি বন্যার সম্ভাবনাকে বাড়িয়ে তোলে, যা এরই মধ্যে হয়ে গেছে এবং এটি নদীর পানির স্তরকে আরো নিচে নামিয়ে দেয়। আল জাজিরা

দৈনিক দেশজনতা/এন আর
প্রকাশ :মে ২৮, ২০১৮ ৮:৪১ অপরাহ্ণ