আন্তর্জাতিক ডেস্ক:
পাকিস্তানের তত্ত্বাবধায়ক প্রধানমন্ত্রী হিসেবে সাবেক প্রধান বিচারপতি নাসিরুল মুল্কের নাম ঘোষণা করা হয়েছে। পাকিস্তানের বিদায়ী প্রধানমন্ত্রী শাহিদ খাকান আব্বাসির সঙ্গে বৈঠকের পর বিরোধী দলীয় নেতা খুরশিদ শাহ এক সংবাদ সম্মেলনে আজ (সোমবার) এ ঘোষণা দিয়েছেন।
সংবাদ সম্মেলনে বিদায়ী প্রধানমন্ত্রী শহীদ খাকান আব্বাসি ও সংসদ স্পিকার আইয়াজ সাদিকও উপস্থিত ছিলেন। শহীদ খাকান আব্বাসি সাংবাদিকদের বলেন, সাবেক প্রধান বিচারপতি নাসিরুল মুল্কের বিষয়ে কারো কোনো অভিযোগ নেই। তিনি সবার কাছেই গ্রহণযোগ্য।
তত্ত্বাবধায়ক প্রধানমন্ত্রী দেশ ও গণতন্ত্রের স্বার্থে কাজ করবেন বলে তিনি আশা প্রকাশ করেন। নাসিরুল মুল্ক এখন নতুন তত্ত্বাবধায়ক সরকার গঠন করবেন।
আগামী ২৫ জুলাই পাকিস্তানে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। প্রধানমন্ত্রী শাহীদ খাকান আব্বাসির নেতৃত্বাধীন সরকারের মেয়াদ শেষ হবে আগামী ৩১ মে। একই দিন শেষ হবে চলমান জাতীয় সংসদের মেয়াদ।
মেয়াদ শেষ হলেই পাকিস্তানের ক্ষমতা চলে যাবে অন্তর্বর্তী তত্ত্বাবধায়ক সরকারের হাতে। এ সরকারই নির্বাচনের মাধ্যমে নতুন সরকার গঠন হওয়া পর্যন্ত রাষ্ট্রীয় কর্মকাণ্ড পরিচালনা করবে।
দৈনিক দেশজনতা/এন আর