২৩শে নভেম্বর, ২০২৪ ইং | ৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | রাত ২:৩৪

ফুটবল বিশ্বকাপে মার্সেলের ৪৩ মডেলের এলইডি টিভি

নিজস্ব প্রতিবেদক :

চলছে রমজান মাস। আসছে ঈদ। আগামী মাসে শুরু হচ্ছে বিশ্বকাপ ফুটবল। টেলিভিশন বিক্রির জন্য এর চেয়ে ভালো সময় আর নেই। হচ্ছেও তাই। এসব উপলক্ষকে সামনে রেখে বিক্রি বেড়েছে মার্সেল টিভির। দেশীয় ব্র্যান্ড মার্সেল বাজারে নিয়ে এসেছে ৪৩টি মডেলের এলইডি টেলিভিশন। নিজস্ব কারখানায় বাড়ানো হয়েছে উৎপাদন। এবার তিনগুন বেশি টিভি বিক্রির টার্গেট সেট করেছে মার্সেল।

বিক্রেতারা জানান, এরই মধ্যে অনেক বেড়ে গেছে মার্সেল টিভির বিক্রি। ঈদ এবং বিশ্বকাপ ফুটবলকে সামনে রেখে ক’দিন পর থেকেই বিক্রি আরো বাড়বে। তৈরি হবে বাড়তি চাহিদা। চাহিদার সিংহভাগ নিজেদের দখলে নিতে সম্পূর্ণ প্রস্তুত বাংলাদেশি ব্র্যান্ড মার্সেল। তারা বাজারে ছেড়েছে সর্বাধুনিক প্রযুক্তি ও বৈচিত্র্যময় ডিজাইনের সর্বমোট ৪৩ মডেলের এলইডি টেলিভিশন। এর মধ্যে রয়েছে স্মার্ট, ফুল এইচডি ও ব্লুটুথ সমৃদ্ধ শক্তিশালী স্পিকারযুক্ত বুম বক্স টিভি।

মার্সেল কর্তৃপক্ষ জানায়, ঈদুল ফিতর ও ফুটবল বিশ্বকাপকে ঘিরে টেলিভিশনের বাড়তি চাহিদার বিষয়টি বিবেচনা করে কয়েক মাস আগেই প্রস্তুতি নেওয়া হয়েছে। গত রমজানে যে পরিমাণ টেলিভিশন বিক্রি হয়েছিল তার চেয়ে তিনগুণ বেশি টিভি বিক্রির টার্গেট নেওয়া হয়েছে এই রমজানে। সেই অনুযায়ী নিজস্ব কারখানায় টিভির উৎপাদন বাড়ানো হয়েছে। ডিজাইন ও কালারে আনা হয়েছে বৈচিত্র্য।

বিশ্বকাপ ফুটবল উপলক্ষে মার্সেল টিভি কিনে রেজিস্ট্রেশন করলেই ক্রেতারা পাচ্ছেন আমেরিকা, রাশিয়া ভ্রমণের সুযোগ কিংবা ফ্রিজ, টিভি ও এসি সম্পূর্ণ ফ্রি। তবে এসব সুযোগ না পেলেও, মিলছে এক হাজার টাকা পর্যন্ত নিশ্চিত নগদ ছাড়। ক্রেতারা মার্সেল টিভিতে এসব সুবিধা পাবেন ৩০ জুন ২০১৮ পর্যন্ত।

মার্সেল টিভির বিক্রয় কর্মকর্তারা জানান, রোজার ঈদ ও ফুটবল বিশ্বকাপকে উপলক্ষে ১৯, ২০, ২৪, ২৮, ৩২, ৩৯, ৪০, ৪৩, ৪৯ ও ৫৫ ইঞ্চির চোখ ধাঁধানো ৪৩ মডেলের এলইডি টিভি বাজারে ছেড়েছেন তারা। এর মধ্যে রয়েছে এইচডি, ফুল এইচডি ও স্মার্ট টিভি। গ্রাহক পর্যায়ে ইতিমধ্যে ব্যাপক সাড়া ফেলেছে মার্সেলের বিল্ট-ইন ওয়াইফাইযুক্ত ও দ্রুত গতির প্রসেসরসমৃদ্ধ ৩২ ইঞ্চি স্মার্ট টিভি। এছাড়াও ব্যাপক গ্রাহকপ্রিয়তা পাচ্ছে ব্লুটুথ সুবিধার দুইপাশে দুটি করে চারটি ডলবি সাউন্ডবক্সযুক্ত ২০ ইঞ্চির ‘বুমবক্স’ টিভি। এর ব্ল্যাক ও সিলভার কালারের দুটি মডেল রয়েছে।

দৈনিকদেশজনতা/ আই সি

প্রকাশ :মে ২৮, ২০১৮ ১:৫৮ অপরাহ্ণ