১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | সকাল ৬:০০

হিজাবধারী মেয়ের বিরুদ্ধে লেগেছে শার্লি হেবদো

আন্তর্জাতিক ডেস্ক:

ইউরোপের দেশ ফ্রান্সে এবার হিজাবধারী এক মুসলিম মেয়ের বিরুদ্ধে লেগেছে দেশটির বিতর্কিত প্রহসন সাময়িকী শার্লি হেবদো। ফ্রান্সের সরবোন বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংগঠন ফ্রেন্স ন্যাশনাল স্টুডেন্টস ইউনিয়নের নেতা মারিয়াম পোগেটক্স একটি টেলিভিশন অনুষ্ঠানে হিজাব পরে উপস্থিত হওয়ায় তার বিরুদ্ধে প্রচারণায় নেমেছে সাময়িকীটি।

শার্লি হেবদো ছাড়াও মারিয়ামের বিরুদ্ধে প্রচারণা শুরু করেছে ফরাসি রাজনীতিবিদদের একটি অংশ ও কিছু গণমাধ্যম। মারিয়ামকে হিজাবপরা বানরের আকৃতিতে দেখিয়ে একটি কার্টুন প্রকাশ করেছে তারা। এর ক্যাপশনে লেখা হয়েছে, ‘তারা আমাকে ইউএনইফ (ফ্রেন্স ন্যাশনাল স্টুডেন্টস ইউনিয়ন) প্রধান মনোনীত করেছে’।

সমালোচকরা বলছেন, ইসলাম ও মুসলিমদের বিরুদ্ধে দীর্ঘদিনের অপপ্রচারের পদক্ষেপ হিসেবে সর্বশেষ কার্টুনটি প্রকাশ করলো সাময়িকীটি মারিয়ামের বিরুদ্ধে প্রচারণায় নেমেছেন খোদ ফ্রান্সের স্বরাষ্ট্রমন্ত্রী গেরার্ড কলোম্ব। তিনি এই মুসলিম মেয়ের সমালোচনা করে বলেন, ১৯ বছরের মারিয়ামকে ফরাসি একটি টিভিতে এই পোশাকে দেখে তিনি মর্মাহত হয়েছেন। কলোম্ব আরো বলেন, এটা স্পষ্ট যে তরুণ মুসলিমরা একটি সাংস্কৃতিক যুদ্ধ শুরুর পরিকল্পনা করছে।

এদিকে এক সাক্ষাৎকারে নিজের অবস্থান স্পষ্ট করেছেন মারিয়াম। তিনি বলেন, হিজাবের সঙ্গে রাজনীতির কোনো সম্পর্ক নেই। এটা আমার ব্যক্তিগত বিশ্বাসের ব্যাপার। এর আগে ফরাসি প্রেসিডেন্ট ইমান্যুয়েল ম্যাখোঁর প্রস্তাবিত এক শিক্ষা সংস্কার পরিকল্পনার প্রতিবাদে একটি টিভি অনুষ্ঠানে হিজাব পরে অংশ নেন মারিয়াম।

প্রসঙ্গত, এর আগে ২০০৬ সালে হজরত মুহাম্মদ (স.)-এর কার্টুন ছেপে বিতর্ক সৃষ্টি করে ফরাসি সাময়িকী শার্লি হেবদো। প্রচ্ছদে ছাপানো ওই কার্টুনটি এঁকেছিলেন লুজ নামের এক কার্টুনিস্ট। ২০১২ সালে মুহাম্মদ (স.)-কে নিয়ে আবারো সিরিজ কার্টুন ছাপতে শুরু করে শার্লি হেবদো। এসব ঘটনার প্রতিবাদে ২০১৫ সালে সাময়িকীটির অফিসে হামলা চালায় সশস্ত্র জিহাদিরা।

দৈনিকদেশজনতা/ আই সি

প্রকাশ :মে ২৭, ২০১৮ ১:২৭ অপরাহ্ণ