১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | সকাল ৯:১২

ভারতে বাড়ছে জ্বালানি তেলের দাম

আন্তর্জাতিক ডেস্ক:

বিশ্ববাজারে দাম বাড়ার প্রভাবে ভারতের বাজারে অব্যাহতভাবে বাড়ছে জ্বালানি তেলের দাম। দেশটিতে শুক্রবার টানা ১২তম দিনের মতো বাড়ে পণ্যটির দাম।

এদিন কলকাতায় পেট্রলের দাম প্রথমবারের মতো ৮০ রুপি ছাড়িয়ে যায়। এর আগে ডিজেলের দামও ৭০ রুপি ছাড়িয়েছে। এছাড়া দিল্লি, মুম্বাই ও চেন্নাইয়ে এখন পেট্রল ও ডিজেলের দাম অতীতের যে কোনো সময়ের তুলনায় সর্বোচ্চ। খবর এনডিটিভি অনলাইন।

এভাবে অব্যাহত দাম বাড়ার কারণে তেলের ওপর আরোপিত শুল্ক খতিয়ে দেখার সময় এসেছে বলে জানিয়েছে ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন। তবে এ বিষয়ে এখনও দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি প্রশাসনের পক্ষ থেকে কোনো ধরনের বক্তব্য দেয়া হয়নি। ফলে রাজস্ব আদায়ে তেলই একমাত্র হাতিয়ার হয়ে দাঁড়াচ্ছে কিনা তা নিয়ে প্রশ্ন তুলেছেন দেশটির বিশেষজ্ঞরা।

ইন্ডিয়ান অয়েল কর্পোরেশনের তথ্যানুযায়ী, শুক্রবার বিভিন্ন রাজ্যে জ্বালানি তেলের দাম ১৯ থেকে ৩১ পয়সা বাড়ে। এর মধ্যে একপর্যায়ে লিটারপ্রতি পেট্রলের দাম দিল্লিতে ৭৭ দশমিক ৪৭ রুপি, কলকাতায় ৮০ দশমিক ১২ রুপি, মুম্বাইয়ে ৮৫ দশমিক ২৯ রুপি এবং চেন্নাইয়ে ৮০ দশমিক ৪২ রুপিতে বিক্রি হয়। এছাড়া ডিজেল দিল্লিতে ৬৮ দশমিক ৫৩ রুপি, কলকাতায় ৭১ দশমিক শূন্য আট রুপি, মুম্বাইয়ে ৭২ দশমিক ৯৬ রুপি এবং চেন্নাইয়ে ৭২ দশমিক ৩৫ রুপিতে বিক্রি হয়।

বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দাম কমলে ২০১৪ সালের নভেম্বর থেকে ২০১৬ সালের জানুয়ারির মধ্যে ৯ বার শুল্ক বাড়ায় ভারত সরকার। পরে তা কমেছে মাত্র একবার। ওই ১৫ মাসে পেট্রল ও ডিজেলে শুল্ক বাড়ে যথাক্রমে ১১ দশমিক ৭৭ এবং ১৩ দশমিক ৪৭ রুপি।

দৈনিকদেশজনতা/ আই সি

প্রকাশ :মে ২৭, ২০১৮ ১:০৭ অপরাহ্ণ