জি নিউজ জানায়, এক সাক্ষাৎকারে ‘পিকু’-খ্যাত পরিচালক বলেছেন, ‘ইরফানের স্ত্রী সুতপা শিকদারের সঙ্গে আমার কথা হয়েছে। তিনি জানিয়েছেন ইরফান চিকিৎসায় সাড়া দিচ্ছেন। ইউরোপেই তার নিউরো এন্ডোক্রাইন টিউমারের চিকিৎসা চলছে।’
জুনে ইরফানকে দেখতে লন্ডনে যেতে পারেন বলেও জানিয়েছেন সুজিত সরকার।
শেষবার পরিচালক সুজিত সরকারের সঙ্গে দীপিকার বিপরীতে ‘পিকু’তে কাজ করেছিলেন ইরফান। এ বছরই তার সঙ্গে ভারতের স্বাধীনতা সংগ্রামী উদম সিং-এর বায়োপিকেও ইরফান কাজ করবেন বলে জানিয়েছেন পরিচালক। বছরের শেষে শুটিং শুরুর কথা রয়েছে। ইরফান সুস্থ হয়ে কাজে যোগ দেবেন বলেও আশা রাখছেন সুজিত।
তার কথায়, ইরফান শুধু একজন ভালো অভিনেতাই নন, খুব কাছের বন্ধুও।
এর আগে ১৬ মে নিজের টুইটার থেকে পরের ছবি ‘কারওয়ান’-এর পোস্টার শেয়ার করেছিলেন ইরফান খান। যা ১০ আগস্ট মুক্তি পেতে চলেছে। তবে তখন তার শারীরিক অবস্থা সম্পর্কে কিছু জানা যায়নি।
তার শারীরিক অবস্থার বিষয়ে সর্বশেষ জানা গিয়েছিল ১৬ মার্চ। আর সেটাও টুইটার পোস্ট থেকেই। লিখেছিলেন, তার নিউরো এন্ডোক্রাইন টিউমারের চিকিৎসা চলছে। তিনি ভীষণই কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছেন।
দৈনিক দেশজনতা/ টি এইচ