আন্তর্জাতিক ডেস্ক:
তুর্কি নাগরিকদের সঞ্চয়কৃত ডলার ও ইউরো তুর্কি মুদ্রা ‘লিরা’য় রূপান্তরের জন্য নাগরিকদের প্রতি আহ্বান জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোগান।
চলতি বছরে মার্কিন ডলারের বিপরীতে লিরার মান ২০ শতাংশ কমে যাওয়ার পরিপ্রেক্ষিতে ‘লিরা’ ফের উজ্জীবিত করতে তিনি এই আহ্বান জানালেন। শনিবার পূর্বাঞ্চলীয় ‘আরজুরুম; প্রদেশে নির্বাচনী সমাবেশে দেয়া ভাষনে এরদোগান বলেন, ‘আমার ভাইদের প্রতি আমি অনুরোধ করছি, আপনাদের যাদের বালিশের নিচে ডলার বা ইউরো আছে সেগুলি আপনারা লিরায় রূপান্তরিত করুন।’
তিনি বলেন, ‘আমরা পশ্চিমাদের এই খেলাটি একত্রে মোকাবেলা করব।’ তুরস্কের ২৪ জুনের প্রেসিডেন্ট নির্বাচনের ফলাফল তুরস্কের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই নির্বাচনের পর সাংবিধানিক সংশোধনী দ্বারা নির্বাহী প্রেসিডেন্সিয়াল ব্যবস্থা সম্পূর্ণরূপে কার্যকর হবে। নির্বাচনের এক মাসেরও কম সময় বাকি আছে। এই অবস্থায় তুর্কি অর্থনীতি নানা সমস্যায় জর্জরিত হচ্ছে। সূত্র: হুরিয়েত ডেইলি নিউজ
দৈনিকদেশজনতা/ আই সি