স্পোর্টস ডেস্ক:
ইউরোপ সেরা হওয়ার লড়াইয়ে চ্যাম্পিয়নস লিগের ফাইনালে লিভারপুলকে হারিয়ে ইতিহাস গড়লো রিয়াল মাদ্রিদ। ২০১৬ সালে অ্যাতলেতিকো মাদ্রিদকে হারানোর পর টানা থেকে তৃতীয় বার শিরোপা ঘরে তুললো জিনেদিন জিদানের শীষ্যরা। আর সেই সঙ্গে ইতিহাসের প্রথম ফুটবলার হিসেবে ৫টি চ্যাম্পিয়নস লিগ শিরোপা জেতার রেকর্ড করলেন ক্রিস্তিয়ানো রোনালদো। তবে শনিবার কিয়েভে ম্যাচ শেষে এবার ক্লাবটি ছাড়ার ইঙ্গিত দিলেন এই পর্তুগিজ তারকা।
ফুটবলের চলতি আসরের শুরু থেকেই দারুণ ছন্দে ছিলেন রোনালদো। তার পায়ের জাদুতেই টানা তৃতীয় বারের মত চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে উঠে রিয়াল মাদ্রিদ। ইউরোপ সেরা এই আসরে রিয়ালের ৩০টি গোলের মধ্যে থেকে ১৫টি গোলই আসে সি আর সেভেনের পা থেকে। তবে শিরোপা উৎসবের দিনে রোনালদোকে খুজে পাওয়া যায়নি। তবে সতীর্থদের দুর্দান্ত দিনে শিরোপা জিতেছে রিয়াল। জয়ের উৎসবে মাততে থাকা রিয়ালকে ম্যাচ শেষে অন্য তথ্য দিলেন ক্লাবটির প্রাণ ভোমরা রোনালদো।
ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে রোনালদো বলেন,‘সময়টা এখন উদযাপন করার মতো। তবে পরবর্তী কিছুদিনের মধ্যেই আমার ভক্ত-সমর্থকদের অনেক কিছুর উত্তর দেবো আমি। আমি রিয়াল মাদ্রিদে দুর্দান্ত সময় পার করেছি। আগামী দিনে এই নিয়ে আরো ভাববো আমি। কিছুদিনের মধ্যেই আমি সবকিছুর উত্তর দিয়ে দেবো।’
দৈনিক দেশজনতা/ টি এইচ