২৩শে নভেম্বর, ২০২৪ ইং | ৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | রাত ১:০৩

প্রকাশক দীপন হত্যা মামলার প্রতিবেদন ৩ জুলাই

নিজস্ব প্রতিবেদক:

প্রকাশক ফয়সাল আরেফিন দীপনকে হত্যার অভিযোগে দায়ের করা মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ পিছিয়ে ৩ জুলাই দিন ধার্য করেছেন আদালত। রবিবার (২৭ মে ) মামলাটির তদন্ত প্রতিবেদন দাখিলের দিন নির্ধারণ করা ছিল। কিন্তু মামলার তদন্তকারী পুলিশ কোনও প্রতিবেদন দাখিল করতে না করায় ঢাকা মহানগর হাকিম গোলাম নবী পরবর্তী তারিখ ঠিক করে দেন।

আদালতের সাধারণ নিবন্ধন কর্মকর্তা (জিআরও) মাহমুদর রহমান এই তথ্য জানান। এর অাগেও ১০ বারের বেশি এই মামলার তিবেদন দাখিলের তারিখ পেছানো হয়েছে।

উল্লেখ্য, ২০১৫ সালের ৩১ অক্টোবর বিকালে রাজধানীর শাহবাগ এলাকায় আজিজ সুপার মার্কেটের তৃতীয় তলায় নিজের প্রকাশনা প্রতিষ্ঠান জাগৃতি প্রকাশনীর কার্যালয়ে ফয়সল আরেফিন দীপনকে কুপিয়ে হত্যা করা হয়। এ ঘটনায় প্রকাশক দীপনের স্ত্রী ডা. রাজিয়া রহমান শাহবাগ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। ওই ঘটনায় পরবর্তীতে আনসারুল্লাহ বাংলা টিমের সদস্য মাঈনুল হাসান শামীম, আব্দুস সামাদ ওরফে আব্দুস সবুর ও খায়রুল ইসলামকে গ্রেফতার করে পুলিশ।

হত্যার ঘটনায় আসামি শামীম ১৬৪ ধারায় আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। সবুরকেও কয়েক দফা রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়েছে।

দৈনিকদেশজনতা/ আই সি

প্রকাশ :মে ২৭, ২০১৮ ১১:২৬ পূর্বাহ্ণ