১৬ই জানুয়ারি, ২০২৬ ইং | ২রা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ | রাত ৩:০৪

হ্যাকিংয়ের শিকার বেসিসের ওয়েবসাইট

বিজ্ঞান প্রযুক্তি ডেস্ক

বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেসের (বেসিস) ওয়েবসাইট হ্যাক করেছে গ্রে হ্যাট টিনেজারস নামের একটি হ্যাকার গ্রুপ।

এ ব্যাপারে জানতে বেসিসে যোগাযোগ করা হলে নাম প্রকাশে অনিচ্ছুক একজন কর্মকর্তা গণমাধ্যমকে বলেন, সকালে সাইটটি আধা ঘন্টার জন্য হ্যাক করা হয়েছিল।

কারা হ্যাক করেছে জানতে চাইলে তিনি বলেন, আমরা ধারণা করছি মিয়ানমারের হ্যাকাররা হ্যাক করে থাকতে পারে। তবে সে বিষয়টি নিয়ে আমরা তদন্ত করছি।

বিকেল ৪টা পর্যন্ত হ্যাক অবস্থায় দেখা গেলেও তিনি দাবি করে বলেন সাইটটি মেইন্টেইন করার কাজ চলছে। আশা করি শিগগির সাইট আগের অবস্থায় ফিরে আসবে।

দৈনিক দেশজনতা/ টি এইচ

 

 

প্রকাশ :মে ২৬, ২০১৮ ৪:৪৪ অপরাহ্ণ